New NPS Rule : সম্প্রতি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (Pension Fund Regulatory and Development Authority) ন্যাশনাল পেনশন সিস্টেমের (National Pension System) অধীনে বদলে গেল পেনশন তোলার প্রক্রিয়া। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। আপনিও যদি ন্যাশনাল পেনশন সিস্টেমের (NPS) গ্রাহক হয়ে থাকেন, তাহলে জানুন এই নতুন নিয়ম অনুযায়ী কত পরিমাণ অর্থ তুলতে পারবেন পেনশন অ্যাকাউন্ট (Pension Account) থেকে।
NPS কী?
ন্যাশনাল পেনশন স্কিম হল একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা। অবসর গ্রহণের পর যাতে নিয়মিত আয় বজায় থাকে তার জন্যই এই স্কিম চালু করা হয়েছে। অবসর নেওয়ার পর NPS থেকে একেবারে মোট ম্যাচুরিটি পরিমাণের ৬০ শতাংশ টাকা উইথড্র করার অনুমতি দেওয়া হয় বাকি ৪০ শতাংশ মেয়াদ পূর্তিতে এতে বার্ষিক পরিকল্পনায় বিনিয়োগ করতে হয় গ্রাহকদের। এই টাকা থেকেই পেনশন পান গ্রাহকরা।
NPS-এর নতুন নিয়ম
সাধারণত NPS গ্রাহকরা বিনিয়োগের সময়কালে তিনবার টাকা উইথড্র করতে পারেন। এক্ষেত্রে গ্রাহকদের কমপক্ষে ৩ বছরের জন্য অ্যাকাউন্টে বিনিয়োগ করতে হয়। অ্যাকাউন্টে যে টাকা থাকে তার ২৫ শতাংশ ৩ বছর পর যে কোনো সময় তুলে নেওয়া যায়। তবে টাকা তোলার জন্য কিছু নির্দিষ্ট কারণ দেখাতে হয় গ্রাহকদের এবং মেনে চলতে হয় কিছু নির্দিষ্ট নিয়ম। NPS-এর নতুন নিয়ম অনুযায়ী, ১ ফেব্রুয়ারির পর থেকে আর কোনও NPS অ্যাকাউন্টধারী ২৫ শতাংশের বেশি টাকা তুলতে পারবেন না।
কখন আংশিকভাবে NPS-এর টাকা উইথড্র করা যায়?
সন্তানের উচ্চ শিক্ষার জন্য ব্যয় অথবা সন্তানের বিয়ের জন্য ব্যয় করতে, বাড়ি কেনা অথবা গৃহঋণ পরিশোধের জন্য এই টাকা তুলতে পারবেন আপনি। এছাড়া যে কোনও জরুরী পরিস্থিতি অর্থাৎ গুরুতর অসুস্থতা বা চিকিৎসার ক্ষেত্রে এই ২৫ শতাংশ অর্থ তুলতে পারবেন আপনি। এছাড়া যে কোনও ধরনের ব্যবসা বা স্টার্ট আপ করার জন্য এই অর্থ ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন : বদলে গেল পেনশনের নিয়ম! নতুন কী পরিবর্তন এল? জানুন এখনই
NPS-এর টাকা তোলার জন্য কী কী শর্ত রয়েছে?
গ্রাহকদের অ্যাকাউন্ট খোলার পর থেকে ৩ বছরের জন্য সদস্য হতে হবে। অ্যাকাউন্ট থেকে ২৫ শতাংশের বেশি টাকা তোলা যাবে না। NPS অ্যাকাউন্ট হোল্ডারদের আংশিক টাকা তোলার অনুমতি দেওয়া হয় সর্বোচ্চ ৩ বার। এর বেশি টাকা তুলতে পারবেন না আপনি।
আরও পড়ুন : মাসে ২০ হাজার টাকার পেনশন দেবে সরকার! সরকারি এই প্রকল্পের সম্পর্কে জানুন এখনই
NPS-এর টাকা কীভাবে তুলতে হয়?
টাকা তোলার কারণ এবং অন্যান্য বিবরণ জমা দিতে হবে। গ্রাহক অসুস্থ হলে তার জায়গায় পরিবারের অন্য কোন সদস্য বা মনোনীত ব্যক্তি টাকা তোলার অনুরোধ করতে পারেন। যদি NPS-এর অধীনে ২৫ শতাংশ বা তার কম পরিমাণ প্রত্যাহার করতে হয় সে ক্ষেত্রে সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সির প্রতিনিধি সরকারি নোডাল অফিসারের মাধ্যমে টাকা তোলার অনুরোধ করতে হয়।