ফেসবুক, ইনস্টাগ্রামে এই ‘ভুল’ করলেই জরিমানা! মার্চ থেকেই লাগু কড়া নিয়ম

Social Media Alert : প্রত্যেক মাসে শুরুতেই নতুন নতুন নিয়ম জারি হয় বিভিন্ন ক্ষেত্রে। মার্চ মাসেও তার অন্যথা হল না। ২০২৪ সালের মার্চ মাস থেকে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে যা সরাসরি দেশের সর্বস্তরের মানুষের উপর প্রভাব ফেলবে। যারা ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram), ইউটিউবের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন তাদের জন্যেও এই মাস থেকে লাগু হবে নতুন নিয়ম (March New Rules)। এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন এখনই।

২০২৪ সালের মার্চ মাসে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এসেছে। তবে যে প্রধান তিনটি পরিবর্তন নিয়ে এখন সর্বস্তরের চর্চা চলছে তা হল LPG সিলিন্ডারের দাম, FASTag সংক্রান্ত নতুন নিয়ম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নির্দেশাবলী। এই তিনটি ক্ষেত্রই কোনও না কোনওভাবে দেশের একটি বৃহত্তর অংশের নাগরিকের জীবনের সঙ্গে জড়িত।

LPG

LPG সিলিন্ডারের নতুন দাম

মার্চ মাসের শুরুতে রান্নার কাজে ব্যবহৃত গৃহস্থালির ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। তবে বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। গত মাসে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৮৮৭ টাকা। এই মাসে হয়েছে ১৯১১ টাকা।

আরও পড়ুন : ইতিহাসে একবারই এসেছিল ৩০ ফেব্রুয়ারি, কবে ও কেন?

FASTag সম্পর্কিত নতুন নিয়ম

গত ২৯ শে ফেব্রুয়ারি ছিল ফাস্ট ট্র্যাক কেওয়াইসি করানোর শেষ দিন। যারা এই কাজটি করেননি ১ লা মার্চ থেকে তাদের ফাস্ট ট্র্যাক নিষ্ক্রিয় হয়ে যাবে। এর ফলে এবার থেকে টোল প্লাজাতে দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে।

আরও পড়ুন : ১ লা মার্চ থেকেই বদলে গেল ৫টি গুরুত্বপূর্ণ নিয়ম, জেনে নিন নতুন নিয়ম

সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নতুন নিয়ম

মার্চ মাস থেকে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। এবার থেকে যারা সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রামে ভুল তথ্য ছড়াবেন তাদের উপর জরিমানা লাগু হবে। সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করার আগে এবার থেকে আরও সতর্ক হতে হবে। নয়তো মোটা অংকের জরিমানা লাগু হতে পারে আপনার উপর।