৩১শে জানুয়ারির মধ্যেই করুন এই কাজ, FASTag নিয়ে কড়া নির্দেশ কেন্দ্রর

FASTag Rules : যে কোনো জাতীয় সড়ক বা এক্সপ্রেসওয়েতে যান চলাচল করার জন্য দিতে হয় একটি নির্দিষ্ট পরিমাণ টোল ট্যাক্স (Toll Tax)। টোল সংগ্রহ করার জন্য যাতে টোল প্লাজাগুলিতে (Toll Plaza) কম সময় লাগে তার জন্য চালু করা হয়েছে FASTag। কিন্তু অনেক গ্রাহক রয়েছেন যাদের FASTag অ্যাকাউন্ট ব্ল্যাকলিস্ট হয়ে গেছে। অ্যাকাউন্ট ব্ল্যাকলিস্ট হয়ে গেলে কী করনীয়? ব্ল্যাকলিস্ট হয়ে গেলে কত টাকা জরিমানা হতে পারে আপনার? সবটাই জানুন আজকের এই প্রতিবেদনে।

FASTag কী?

FASTag হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে গাড়ির সামনে একটি স্টিকার লাগিয়ে দেওয়া হয়। কোনও গাড়ি যখন টোল প্লাজায় প্রবেশ করে তখন স্বয়ংক্রিয়ভাবে ওই স্টিকারটি স্ক্যান হয়ে যায়। স্টিকারটি স্ক্যান হওয়ার পর নির্দিষ্ট পরিমাণ টোল FASTag অ্যাকাউন্টে জমা অর্থ থেকে কেটে নেওয়া হয়। স্বাভাবিকভাবেই এতে অনেকটাই সময় বেঁচে যায় মানুষের।

কেন চালু হয়েছে FASTag?

প্রত্যেকটি টোল প্লাজাতে এই নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয় গাড়ি চালকদের। সড়কের উন্নতির স্বার্থে এই অর্থ প্রদান করতে হয়। কিন্তু এই টাকা লেনদেন করতে গিয়ে বেশ খানিকটা সময় অপচয় হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই লম্বা লাইন পড়ে যায় টোল প্লাজাতে। এই সমস্যা এড়ানোর জন্যই দেশের অধিকাংশ যানবাহনের সঙ্গে যুক্ত করা হয়েছে FASTag।

FASTag ব্ল্যাকলিস্টেড হলে কত টাকা জরিমানা হবে আপনার?

সরকারের তরফ থেকে FASTag নিয়ে বেশ কিছু নির্দেশের কথা বলা হয়েছে। কেউ যদি এই নির্দেশ না মানেন তাহলে FASTag ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে তার। কোনভাবে যদি FASTag ব্ল্যাকলিস্টেড হয়ে যায় এবং আপনি যদি সেটা না জানেন, সে ক্ষেত্রে টোল প্লাজায় আপনাকে নগদে টাকা দিতে হবে। নগদে টোল দিতে গেলে ডবল টোল দিতে হবে আপনাকে।

আরও পড়ুন : কখন কনফার্ম তৎকাল টিকিট ক্যানসেল করলে ফেরত পাবেন টাকা? জানুন রেলের নিয়ম

KYC লিঙ্ক করার শেষ সময়সীমা কত?

ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI) সূত্র থেকে জানা গেছে, অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত ফ্যাশট্যাগ অ্যাকাউন্টের সঙ্গে KYC যুক্ত করেননি। এটি করা বাধ্যতামূলক। যদি কেউ KYC যুক্ত না করেন তাহলে তাদের অ্যাকাউন্ট ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে। KYC যুক্ত করার শেষ সময় সীমা ২০২৪ সালের ৩১ শে জানুয়ারি।

আরও পড়ুন : ATM থেকে জাল নোট পেলে কী করবেন? কীভাবে পাবেন আসল নোট

KYC লিঙ্ক করা কেন বাধ্যতামূলক

প্রত্যেক ফ্যাশট্যাগ গাড়িচালকদের ‘ওয়ান ভেইকেল ওয়ান ফ্যাশট্যাগ’ নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ম না মেনে অনেকেই একটাই ফ্যাশট্যাগ একাধিক গাড়িতে ব্যবহার করছেন। অনেকে আবার একাধিক FASTag ব্যবহার করছেন একটি গাড়ির সঙ্গে। এমন ঘটনা আটকানোর জন্যই KYC -র মাধ্যমে একটি গাড়িতে একটাই FASTag লিংক করার নির্দেশ দিয়েছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া।