ইদানিং অনেকেই ঘরে বসে অনলাইনে কিছু উপার্জন করার সুযোগ খুঁজতে থাকেন। ডিজিটাল মিডিয়ার এই যুগে হাতে শুধু একটা স্মার্টফোন এবং তাতে ইন্টারনেট সংযোগ থাকলেই ঘরে বসে আপনি মোটা টাকা আয় করতে পারেন। এবার তেমনই একটি নতুন কাজের সুযোগ নিয়ে হাজির হল গুগল। আর যে অ্যাপ্লিকেশন মারফত আপনি এই কাজ করতে পারবেন তার নাম Google Task Mate।
গুগল টাস্ক মেট কি?
অনলাইনে টাকা উপার্জন করার জন্য ইউটিউব থেকে শুরু করে গুগল পে, গুগল সার্ভের মত একাধিক প্ল্যাটফর্ম এখন রয়েছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন হল এই গুগল টাস্ক মেট। এটি অনেকটা গুগল ওপিনিয়ন অ্যাপের মত। যেখানে আপনি বিভিন্ন রেস্তোরাঁ কিংবা দর্শনীয় স্থান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন অপরকে।
গুগল টাস্ক মেটে কিভাবে আপনি কাজ করতে পারবেন?
এক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশনের শর্ত অনুযায়ী কিছু টাস্ক করে দিতে হবে। যেমন কোনও রেস্তোরা, দোকান কিংবা দর্শনীয় স্থানের সামনে যে লেখা থাকে তার ছবি, সেই স্থান সম্পর্কিত তথ্য, লেখার ট্রান্সলেশন এবং ক্লিপ রেকর্ড করতে হবে। এরপর ক্রেডিট হিসেবে আপনার একাউন্টে টাকা পাঠিয়ে দেবে গুগল।
টাকা কোথায় পাবেন?
আপনি কাজ করে যে টাকা উপার্জন করবেন তা পাওয়ার জন্য আপনাকে ওই অ্যাপেই একটি নির্দিষ্ট ইউজার ওয়ালেট খুলতে হবে। সেখানেই ঢুকবে আপনার টাকা। এরপর আপনি সেই টাকা দিয়ে গুগল প্লে মুভি এবং গুগল প্লে বুক কিনতে পারেন। তবে যদি আপনি চান তাহলে আপনার উপার্জিত অর্থ সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পাঠানো যায়।
কোথায় পাবেন এই অ্যাপ্লিকেশন
এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে টাকা রোজগার করতে চাইলে প্রথমেই আপনাকে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আপাতত এটি কেবল বিটা ভার্সনের ইউজারদের জন্যই প্রযোজ্য থাকছে। এখন শুধু বিটা ভার্সনের জন্য ইনভাইট করা হচ্ছে ইউজারদের। এই অ্যাপ্লিকেশন সবার জন্য লাইভ হলে সেটাও জানিয়ে দেবে গুগল।
আরও পড়ুন : একের বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করেন? জানেন এতে কী কী বিপদে পড়তে হবে আপনাকে?
আরও পড়ুন : প্রকাশ্যে এল ২০২৪ সালের ছুটির তালিকা, এত ছুটি দেখলে আনন্দে লাফাবেন
গুগল টাস্ক মেট অ্যাপের অফিশিয়াল রোল আউট শুরু হলে এর সম্পর্কে বিস্তারিত আরও অনেক কিছু জানা যাবে। তবে গুগল থেকে পাওয়া তথ্য অনুসারে ভবিষ্যতে এই অ্যাপ্লিকেশন উপার্জনের একটা বড় রাস্তা খুলে দিতে চলেছে। ইউটিউবে যেমন ভিডিও বানিয়ে অনেক টাকা আয় করা যায়, গুগল টাস্ক মেটেও আপনি মানুষের জানার জন্য প্রয়োজনীয় খুঁটিনাটি তথ্য জানিয়ে বাড়ি বসেই উপার্জন করতে পারেন।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে দ্বিতীয় দার্জিলিং তৈরি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানুন কোথায় হবে