ক্রিকেটে লবডঙ্কা, পড়াশোনাতেও অক্কা? পাকিস্তানি ক্রিকেটাররা কে কতদূর পড়াশোনা করেছেন?

Pakistan : চলতি বছরের বিশ্বকাপে একের পর এক ম্যাচ হেরে অনেক আগেই বিদায় নিতে হয়েছিল পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) -কে। ক্রিকেট প্রেমিকরা মোটামুটি জানেন পাকিস্তানের খেলোয়াড়দের দৌড় কতখানি। কিন্তু এটা কি জানেন পাকিস্তানি ক্রিকেটারদের পড়াশোনা (Education) -র দৌড় ঠিক কতটা? পাকিস্তানের ক্রিকেট দলের খেলোয়াড়দের মধ্যে কারোর কাছে আছে বিদেশের ডিগ্রি, কেউ আবার স্কুলের গণ্ডি পেরোইনি। চলুন জানা যাক পাকিস্তান দলের ক্রিকেটারদের পড়াশোনার মাপকাঠি কত?

Babar Azam : পাক ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম নিঃসন্দেহে একজন অসাধারণ খেলোয়াড়। খেলার দিক থেকে এগিয়ে থাকলেও কিন্তু পড়াশোনার দিক থেকে তিনি রয়েছেন একেবারেই পিছিয়ে, কারণ দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পারেননি তিনি। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেই স্কুল ছেড়ে দিয়েছিলেন এই ক্রিকেটার।

Shaheen Shah Afridi

Shaheen Shah Afridi : পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির জামাই শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের ফাস্ট বোলার। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার স্কুলের গণ্ডি টপকালেও উচ্চশিক্ষা গ্রহণ করেননি তিনি, অর্থাৎ কলেজে আর ভর্তি হননি শাহিন আফ্রিদি।

Shadab Khan : চলতি বছরেই প্রাক্তন পাক ক্রিকেটার সাকলিন মুশতাকের একমাত্র কন্যা মালাইকা সাকলিনকে বিয়ে করেন পাক ক্রিকেটার শাদাব খান। পাকিস্তান দলের সহ অধিনায়ক শাদাব খান স্নাতক ডিগ্রি অর্জন করেছেন পাকিস্তানের এক কলেজ থেকে।

Fakhar Zaman

Fakhar Zaman : ১৬ বছর বয়সী পাক ক্রিকেটার ফখর জামান করাচির পাকিস্তান নেভি স্কুলে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি পাক নৌবাহিনীর হয়ে ক্রিকেট ম্যাচও খেলেছেন তিনি। ২০২০ সালে পাকিস্তানের নৌ বাহিনীর লেফটেন্যান্ট পদে নিয়োগ হন এই পাকিস্তানি ব্যাটসম্যান।

Imam-ul-Haq : প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হকের ভাগ্নে ইমাম উল হক লাহোরের একটি কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন। জানা যায় বাণিজ্যে স্নাতক ডিগ্রী অর্জন করার পর ক্রিকেট জগতে প্রবেশ করেন তিনি।

Iftikhar Ahmed

Iftikhar Ahmed : ৩৩ বছর বয়সী অলরাউন্ডার পাক ক্রিকেটার ইফতিহার আহমেদ সকলের কাছে পরিচিত ‘চাচা’ নামে। ক্রিকেটের জগতে আসার আগেই তিনি কলেজের পড়াশোনা শেষ করে ফেলেছিলেন।

Mohammad Rizwan : পাকিস্তান দলের উইকেটকিপার মহম্মদ রিজওয়ান হার্ভাড বিজনেস স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। নিঃসন্দেহে তিনি যে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি তা বলাই বাহুল্য।

Mohammed Nawaz : পাকিস্তান ক্রিকেট দলের অলরাউন্ডার মহম্মদ নওয়াজ কলেজে ভর্তি হলেও পড়াশোনাও শেষ করতে পারেননি ক্রিকেটের জন্য। ক্রিকেটে পুরোপুরি ফোকাস করতে পারছিলেন না বলে তিনি কলেজের পড়াশোনা ছেড়ে দেন।

Haris Rauf : পাকিস্তানের ফার্স্ট বোলার হ্যারিস রউফ ছোটবেলা থেকেই ফুটবলার হতে চেয়েছিলেন কিন্তু পরেই ক্রিকেট খেলায় আগ্রহ প্রকাশ করেন তিনি। ক্রিকেট খেলার পাশাপাশি তিনি পড়াশোনা শেষ করেছিলেন এবং ইসলামাবাদ মডেল কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেছিলেন।

Salman Ali Agha

আরও পড়ুন : একের বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করেন? জানেন এতে কী কী বিপদে পড়তে হবে আপনাকে?

Salman Ali Agha : পাকিস্তান দলের ব্যাটসম্যান সালমান আলী আগা ক্রিকেটের প্রতি এতটাই মত্ত ছিলেন যে তিনি মাঝপথেই স্কুল ছেড়ে দেন। যতদূর সম্ভব অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। মাধ্যমিক পর্যন্ত যেতে পারেননি তিনি।

Abdullah Shafique : পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিক দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর পড়াশোনা ছেড়ে দেন। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও পরবর্তীকালে আর সেই পড়াশোনা এগিয়ে নিয়ে যাননি তিনি। ক্রিকেটে মনোযোগ দেওয়ার ফলে বেশিদূর পড়াশোনা হয়নি তার।

আরও পড়ুন : ভারতীয় রেল সম্পর্কে অজানা কিছু তথ্য, যা আপনি জানেন না

Mohammed Wasim Jr. : মোহাম্মদ ওয়াসিম জুনিয়র দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর আর পড়াশোনা করেননি ক্রিকেটে মনোযোগ দেওয়ার ফলে। ২২ বছর বয়সী এই খেলোয়াড় কলেজে যাওয়ার আগেই পড়াশোনায় ইতি টানেন।

Osama Mir

আরও পড়ুন : ১৪ বছর বয়সে এই ভারতীয় আবিষ্কার করেছিলেন ইমেল! কেড়ে নেওয়া হয় কৃতিত্ব

Osama Mir : চলতি বছরে বিশ্বকাপ খেলতে এসেছিলেন পাক ক্রিকেটার উসামা মির। পাকিস্তান দলের এই বোলার স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন পাকিস্তানের একটি কলেজ থেকে।

Saud Shakeel : পাকিস্তান দলের ব্যাটসম্যান সাউদ শাকিল স্নাতক ডিগ্রি অর্জন করার পর আর উচ্চশিক্ষা গ্রহণ করেননি। ক্রিকেটে মনোনিবেশ করার জন্য পরবর্তীকালে পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তাভাবনা করেননি তিনি।

আরও পড়ুন : পাকিস্তানের এই স্কুলে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা যায়, চলে হিন্দু মন্ত্রের বন্দনা