রামমন্দিরের জয়জয়কার করছেন এই পাকিস্তানি ক্রিকেটার, পাঠালেন শুভেচ্ছা বার্তা

Avatar

Published on:

Pakistani Crickter Danish Kaneria Shared A Post On Ram Mandir

Ram Mandir : আর মাত্র ৮ দিন। তারপরেই অযোধ্যায় হবে রামলালার পবিত্র প্রাণ প্রতিষ্ঠা। দেশ বিদেশ থেকে বহু মানুষ এদিন ভিড় করবে অযোধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হবে অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir)। ভারতের নানান প্রান্ত থেকে এই রাম মন্দিরের জন্য আসছে শুভেচ্ছা বার্তা। তবে এবার ভারত (India) নয় বরং ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান (Pakistan) থেকে এলো মন্দিরের জন্য আগাম শুভেচ্ছা।

কেমন সেজে উঠেছে গোটা অযোধ্যা?

আগামী ২২ জানুয়ারি হতে চলেছে অযোধ্যা তথা ভারতের জন্য একটি বিশেষ দিন। অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে রামলালার। শুধু রাম মন্দির নয় ইতিমধ্যেই অযোধ্যার প্রত্যেকটি বাড়ি সেজে উঠেছে ফুলের সাজে। এয়ারপোর্ট থেকে স্টেশন সবকিছুই সাজিয়ে তোলা হয়েছে অনন্যভাবে। সম্পূর্ণ অযোধ্যাকে মুড়িয়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়।

রাম মন্দিরে প্রবেশ করতে মানতে হবে এই নিয়মগুলি

রাম মন্দির উদ্বোধনের দিন কিছু বিশেষ নিয়ম কানুন মেনে রামলালার দর্শন করতে হবে দর্শনার্থীদের। আমন্ত্রণপত্র না থাকলে কেউ ঢুকতে পারবেন সেদিন। প্রবেশ করতে পারবেন না পরিচারক,পরিচারিকাদের নিয়ে। আরতির জন্যেও চলছে অগ্রিম বুকিং। পোশাকের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ না বেঁধে দেওয়া হলেও মার্জিত পোশাক পড়তে হবে দর্শনার্থীদের।

মন্দির চত্বরে তৈরি হয়েছে নো অ্যালকোহল জোন

রাম মন্দির তো বটেই, রাম মন্দিরের প্রায় কয়েক কিলোমিটার এলাকাকে করে দেওয়া হয়েছে নো অ্যালকোহল জোন। মদ পান তো দূরের কথা, মদ কেনাবেচাও করা যাবে না মন্দির চত্বরে। ইতিমধ্যেই সমস্ত মদের দোকানকে মন্দির চত্বর থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। তবে রাম মন্দির নিয়ে তৈরি হওয়া এই উত্তেজনা শুধু ভারতের মধ্যে সীমিত নেই, সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানেরও এই উদ্দীপনা সমানভাবে বিরাজ করছে।

আরও পড়ুন : রাম মন্দিরে ঢুকতে গেলে মানতেই হবে এই ১০টি নিয়ম

রাম মন্দিরের জন্য শুভেচ্ছা জানালেন এই পাকিস্তানি ক্রিকেটার

সম্প্রতি পাকিস্তানের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া (Danish Kaneria) একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, হাতে গেরুয়া পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তিনি যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অযোধ্যার রাম মন্দিরে হতে চলা পবিত্র অনুষ্ঠানের জন্য, তা ক্রিকেটারের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই বোঝা যায়।

আরও পড়ুন : দেশের প্রথম AI শহর তৈরি হচ্ছে অযোধ্যাতে! দেখলে ধাঁধিয়ে যাবে চোখ

রামমন্দিরের প্রতি শুভেচ্ছায় কী পোস্ট করলেন পাকিস্তানি ক্রিকেটার

পাকিস্তানের জাতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার তার ছবি শেয়ার করে লিখেছেন, “আমাদের রাজা শ্রী রামের বিশাল মন্দির প্রস্তুত, এখন আর মাত্র ৮ দিনের অপেক্ষা! বলুন জয় জয় শ্রীরাম।” প্রসঙ্গত, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি বরাবর ভারতের পক্ষে বিবৃতি দিয়ে এসেছেন। মাঝে বেশ কয়েকবার পাকিস্তানি খেলোয়াড়দের বিরুদ্ধে সমালোচনাও করেছিলেন তিনি। দীনেশ একজন হিন্দু পাকিস্তানি ক্রিকেটার হওয়ার কারণে তাকে দুবার ভুল ভাবে ব্যাখ্যাও করা হয়েছিল।