কত টাকা বেতন পান নরেন্দ্র মোদি? প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত?

Avatar

Published on:

PM Narendra Modi Net Worth And Salary

Narendra Modi Net Worth : গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আজ তিনি দেশের প্রধানমন্ত্রী (Prime Minister Of India)। হাইপ্রোফাইল ব্যক্তিত্ব হওয়ার সুবাদে তিনি অনেক বেশি সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তার অঙ্গুলি হেলনে চালিত হয় দেশের অর্থনীতি থেকে বিদেশ নীতি। আজ আপনাদের জানাবো ভারতের প্রধানমন্ত্রী (PM OF India) নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ কত? তিনি মাসে কত বেতন পান (Narendra Modi Salary)? প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে কী কী সুবিধা পান তিনি?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন

প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে তিনি থাকেন সরকারি বাসভবনে। এই বাসভবনে থাকার জন্য কোনও খরচ বহন করতে হয় না তাকে। প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানা হলো দিল্লির নতুন দিল্লির ৭ রেস কোর্স রোড। অবসর গ্রহণের পর অন্যান্য সরকারি কর্মচারীদের মতই তিনি পেনশন পাবেন পেনশনের পরিমাণ কত হবে তা নির্ভর করবে কত বছর তিনি দেশের জন্য পরিষেবা দিচ্ছেন তার উপর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়ি

প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে যে কোনও জায়গায় যাতায়াতের জন্য তিনি পেয়ে থাকেন সরকারের তরফ থেকে গাড়ি। এছাড়া দূরে কোথাও যাত্রা করার জন্য বিমান পরিষেবা সহ অন্যান্য যাবতীয় পরিষেবা প্রদান করা হয় তাকে। প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যরা পেয়ে থাকেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে যান তখন সব সময় একজন ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ করা হয় তার জন্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক বেতন কত?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বছরে ১৯ লক্ষ ২০ হাজার টাকা বেতন পেয়ে থাকেন। মাসিক বেতন ১ লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়া বাড়ি এবং অফিস খরচ বাবদ প্রতিমাসে ৬০০০ টাকা পান তিনি। প্রধানমন্ত্রী যেহেতু নির্বাচিত সাংসদ তাই প্রতি মাসে ৩ হাজার টাকা বাড়তি পান তিনি। এছাড়াও বাইরে কোথাও গেলে প্রতিদিন ৩০০০ টাকা পান তিনি।

২০১৩-১৪ অর্থ বর্ষে প্রধানমন্ত্রীর বেতন ছিল ৯ লাখ ৬৯ হাজার ৭১১ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে প্রধানমন্ত্রীর বেতন বেড়ে দাঁড়ায় ১৯ লাখ ৯২ হাজার ৫২০ টাকা। অর্থাৎ ৪ বছরে ১০ লাখের বেশি বেতন বেড়েছে তার। তবে প্রধানমন্ত্রী হিসেবে তিনি যা বেতন পান তার পুরোটাই দান করে দেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  সম্পত্তির পরিমাণ কত?

২০১৭ সালে তার প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ছিল ১৪ লাখ টাকা। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ১ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৮৮৫ টাকা। ২০২২-২৩ অর্থ বর্ষ অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ২ কোটি ২৩ লাখ টাকা। মোদির হাতে নগদ টাকার পরিমান আগে ছিল ৩৭ হাজার ৯০০ টাকা যা কমে হয়েছে ৩৫ হাজার ২৫০ টাকা।

আরও পড়ুন : আম্বানির দিন শেষ! দেশের সবথেকে ধনী ব্যক্তি গৌতম আদানির সম্পত্তির পরিমাণ কত?

প্রধানমন্ত্রীর কাছে আছে ৪৫ গ্রামের চারটি সোনার আংটি যার বাজার মূল্য ১ লাখ ৭৩ হাজার টাকা। গান্ধীনগর একটি জমি রয়েছে যার দাম ১ কোটি ১০ লাখ টাকা। এই জমিটির অংশীদারত্বে ছিলেন নরেন্দ্র মোদি, নিজের অংশটুকু অনেক আগেই দান করে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর নামে কোনও ব্যক্তিগত গাড়ি বা ব্যক্তিগত ঋণ নেই।

আরও পড়ুন : কত টাকার মালিক অভিষেক ব্যানার্জী? তৃণমূল নেতার সম্পত্তির পরিমাণ কত?

নরেন্দ্র মোদির ব্যাংক ব্যালেন্স কত?

২০২১ সালের ৩১ শে মার্চ পর্যন্ত মোদির ব্যাংকে ছিল ১ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা। বর্তমানে তার ব্যাংকে রয়েছে ২১ লাখ ৩৩ হাজার ২২৬ টাকা। এর মধ্যে গান্ধীনগরের এসবিআই ব্রাঞ্চে রয়েছে ৪৬ হাজার ৫৫৫ টাকা, পোস্ট অফিসের একটি NSC সার্টিফিকেট রয়েছে ৯ লাখ ৫ হাজার ১০৫ টাকার। একটি জীবন বীমা রয়েছে ১ লাখ ৮৯ হাজার ৩০৫ টাকার।