ধেয়ে আসছে কালবৈশাখী, আগামী ৭দিন ধরে ভিজবে এই জেলা

Riya Chatterjee

Published on:

Poila Boishakh Weather Update In West Bengal

চৈত্র মাসের শেষটা জুড়ে বেশ আরামদায়ক আবহাওয়াই রইল। জেলায় জেলায় বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আবহাওয়া দপ্তরে রিপোর্ট অনুসারে এখনই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার কোনও সম্ভাবনা নেই। চৈত্র মাসের শুরুতে যেভাবে তাপপ্রবাহ চোখ রাঙাচ্ছিল, সেটাও এখন আর নেই। আগামী ৭ দিন পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা নেই, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যে কারণে সমগ্র পশ্চিমবঙ্গজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমের জেলাগুলো এবং উপকূলবর্তী জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে আগামী ৪৮ ঘন্টা। তবে দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে সকালের দিকে আকাশ থাকবে মেঘলা। সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার অর্থাৎ পয়লা বৈশাখেও।

আরও পড়ুন : কোন রুটে চলবে সামার স্পেশাল Vande Bharat Express, দেখুন রুট ও টাইম টেবিল

উত্তরবঙ্গের আবহাওয়া

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। মালদা এবং উভয় দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গের পার্বত্য জেলা ছাড়া আর কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। এই মুহূর্তে রাজস্থান থেকে বাংলাদেশের দিকে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তাই এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি।

আরও পড়ুন : প্রথম ৩ মাসেই মিলেছে প্রমাণ! ২০২৪ নিয়ে কী কী বলেছেন বাবা ভাঙ্গার?

আগামী ১৮ই এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে বলেই জানানো হচ্ছে। সেই সঙ্গে আগামী ৭দিন দক্ষিণবঙ্গেও খুব বেশি গরমের দাপট টের পেতে হবে না। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক। শনিবার থেকে পশ্চিম অঞ্চলের জেলাগুলো এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে। উপকূলের জেলাগুলোতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।