২০২৪ সালে কত হবে সোনার দাম? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন

Gold Price 2024 : প্রত্যেক বছরের মতো এই বছরেও নতুন কিছু আশা এবং আনন্দকে বুকে নিয়ে শুরু হয়েছে নতুন এক যাত্রা। নতুন বছরের পাশাপাশি আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে বিয়ের মরশুমও। বিয়ের মাস পড়তে না পড়তেই এক লাফে বেড়ে গেল সোনার দাম। জানান ২০২৪ সালে ঠিক কতটা বাড়তে চলেছে এই হলুদ ধাতুর দাম।

সোনা এবং জমি, সময়ের সাথে সাথে এই দুটিরই দাম বাড়ছে, তাই সোনা এবং জমি যাদের কাছে রয়েছে তারা এখনকার সময় প্রকৃত ধনী। তবে জমির দাম ক্ষেত্রবিশেষে কম বেশি হলেও সোনার দাম সারা ভারতবর্ষে একই। এই তরল ধাতুর দাম যখন বাড়ে তখন মধ্যবিত্তদের কপালের চিন্তার ভাঁজও কিছুটা বেড়ে যায়। আজ আপনাদের বলবো ২০২৪ সালে ঠিক কত টাকা বাড়তে চলেছে সোনার দাম।

গত বছর ৪ মে প্রতি ১০ গ্রামে সোনার দাম ছিল ৬১ হাজার ৪৪৫ টাকা। এরপর ২০২৩ সালের ১৬ই নভেম্বর সোনার দাম বেড়ে ৬১ হাজার ৯১৪ টাকা হয়েছিল। শুধু তাই নয়, ডিসেম্বর মাসে একলাফে সোনার দাম বেড়ে হয়ে যায় ৬৩ হাজার ০৬০ টাকা। এবার ফের বাড়তে চলেছে সোনার দাম।

আরও পড়ুন : নবপঞ্চম রাজযোগে হবে টাকার বৃষ্টি! সোনার মত ভাগ্য চমকাবে এই ৩ রাশির

কমট্রেন্ডজ রিসার্চ ডিরেক্টর জ্ঞানশেখর থিয়াগারাজন পিটিআইকে জানিয়েছেন, গত বছর ১৬ ই নভেম্বর ১০ গ্রামের সোনার দাম ছিল ৬১ হাজার ৯১৪ টাকা। সেই দাম ৪ ডিসেম্বর বেড়ে দাঁড়ায়। ৬৪ হাজার ০৬৩ টাকা। ২০২৪ সালে এই দাম আরো ২৪০০ টাকা বেড়ে যাবে। ফলে সোনার দাম ২০২৪ সালে অর্থাৎ এই বছর হবে ৭০ হাজার টাকা।

আরও পড়ুন : ভয়ংকর সৌরঝড় থেকে অর্থনৈতিক মন্দা! ২০২৪ নিয়ে কী কী ভবিষ্যৎবাণী করেছেন বাবা ভাঙ্গা?

এই প্রসঙ্গে কোটাক সিকিউরিটিজ ভাইস প্রেসিডেন্ট রবীন্দ্র রাও জানিয়েছেন, ভারতে ভবিষ্যতে সোনা কিনতে গেলে এর থেকেও বেশি দাম দিতে হতে পারে। তবে সব সময় যে সোনার দাম এতটাই ঊর্ধ্বমুখী হবে সেটাও নয়। মাঝে মাঝেই সোনার দামের পতন হবে। গোটা বিশ্বজুড়ে যেভাবে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তাতে প্রায়শই এই দামী ধাতুর দামের হেরফের হবে ভারতে।