১০০ টাকায় অ্যাকাউন্ট খুললেই মিলবে ২৪ লক্ষ টাকা! দুর্দান্ত স্কিম নিয়ে হাজির পোস্ট অফিস

Savings Scheme : ক্ষুদ্র হোক অথবা বৃহৎ, যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে সবথেকে নির্ভরযোগ্য সংস্থা হল ব্যাংক এবং পোস্ট অফিস (Post Office)। তবে ব্যাংকের থেকে পোস্ট অফিসের সুদের হার কিছুটা বেশি বলে অনেকেই পোস্ট অফিসে বিনিয়োগ করতেই বেশি পছন্দ করেন। আজ পোস্ট অফিসের এমন একটি স্কিমের কথা আপনাদের বলব যেখানে ১০০ টাকা বিনিয়োগ করলেই আপনি হয়ে যেতে পারেন কোটিপতি।

পোস্ট অফিসের এই স্কিমের নাম রেকর্ডিং ডিপোজিট স্কিম বা আরডি। এই স্কিমে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে খুব কম সময়ের মধ্যে ২৪ লক্ষ টাকা আয় করতে পারবেন আপনি। শুধু তাই নয় ১২ মাস অর্থাৎ ১ বছর পরে এই স্কিমটিকে ব্যবহার করে লোনও নিতে পারবেন আপনি।

ক্ষুদ্র সঞ্চয় যারা করতে চান, তারা সর্বনিম্ন ১০০ টাকা বিনিয়োগ করেই এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে বিনিয়োগের সর্বোচ্চ সীমা কিছু নেই অর্থাৎ যত খুশি আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন এই স্কিমে। বর্তমানে আরডি স্কিমে বার্ষিক সুদের হার ৫.৮% যা প্রতি ত্রৈমাসিক ভিত্তিতে বাড়ে।

যদি কোন গ্রাহক এই স্কিমে ১৫ হাজার টাকা বিনিয়োগ করেন, মেয়াদ ৫ বছর পর আরো ৫ বছর যদি বাড়াতে পারেন তাহলে ১২০ মাস অর্থাৎ ১০ বছর পর গ্রাহকরা পেয়ে যাবেন ২৪ লক্ষ ৩৯ হাজার ৭১৪ টাকা। অর্থাৎ ১০ বছরের মধ্যেই আপনি প্রায় ২৫ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন।

আরও পড়ুন : বিনিয়োগের উপর ৯% সুদ! লাখপতি হওয়ার সুযোগ দিচ্ছে LIC এর এই পলিসি

এই স্কিমের সব থেকে বড় বিশেষত্ব হলো, একজন গ্রাহক একাধিক আরডি অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়াও কোন গ্রাহক সর্বোচ্চ তিনজনের সঙ্গে জয়েন্ট আরডি অ্যাকাউন্ট খুলতেই পারেন। এছাড়া কোন মাইনর গ্রাহকদের জন্য তাদের বাবা-মা থাকতে পারেন নমেনি হিসাবে।

আরও পড়ুন : চাকরির চিন্তা ভুলে যান, কম পুঁজিতে এই ব্যবসা শুরু করলে মাসে কামাবেন মোটা টাকা

এই স্কিমে প্রথম ১২টি কিস্তি আপনাকে পূরণ করতেই হবে এবং প্রথম ১২ টি কিস্তির ৫০ শতাংশ অর্থ আপনি লোন হিসাবে পেতে পারেন। এই লোন আপনি মাসিক কিস্তিতে অথবা একেবারেও শোধ করতে পারেন। মোট কথা শুধু ভালো সুদের হারে অর্থ ফেরত পাওয়া নয়, আপনি লোন সহ আরো অনেক সুযোগ সুবিধা পাবেন এই স্কিমে।