Loksabha Election 2024 : আর কিছুদিন পরেই হবে লোকসভা নির্বাচন। অনেকেই বুঝতে পারছেন এই লোকসভা নির্বাচনের ফলাফল ঠিক কী হবে। আসন্ন এই লোকসভা নির্বাচনের ফলাফল কী হতে চলেছে সেই নিয়ে এখন থেকেই জল্পনা তুঙ্গে। বিজেপি (BJP) নাকি ইন্ডিয়া জোট (INDIA Alliance), কার ভাগ্যে নির্বাচনী শিঁকে ছিড়বে? আগাম ভবিষ্যৎবাণী করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। লোকসভা নির্বাচনের ঠিক আগে ফের রাজনীতির চর্চায় উঠে এলেন PK। ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে ঠিক কী বলেছেন তিনি?
বিজেপি বিরোধী দলগুলি, যখন ইন্ডিয়া জোট তৈরি করেছিল তখন অনেকেই ভেবেছিলেন বিজেপি হয়তো কিছুটা সমস্যায় পড়ে যাবে। তবে বিরোধী দল দ্বারা গঠিত ইন্ডিয়া জোটের অবস্থা এখন যেমন, তাতে আগামী দিনে তারা যে কীভাবে বিরোধীতা করবে বিজেপির, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার এই প্রসঙ্গে কথা বললেন নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোর।
একটি সাক্ষাৎকারে নীতিশ কুমারের নিন্দা করে তিনি বলেন, “এই মুহূর্তে বিরোধী জোট ভেঙে বিজেপিতে চলে যাওয়া ভীষণ অনৈতিক একটি কাজ। এই মুহূর্তে নিতীশ কুমার রয়েছেন তার জীবনের শেষ ইনিংসে। ২০২৪ সালের নির্বাচনে ঠিক আগে এইভাবে বিরোধীদের ঠকিয়ে তিনি ঠিক কাজ করলেন না।”
প্রশান্ত বলেন,” বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ জোট আসন্ন লোকসভা নির্বাচনে একটি বিশাল মার্জিনে জিতে যাবে। নিতিশ কুমার যে জোটের পক্ষেই লড়ুন না কেন, ২০ টির বেশি আসনে তিনি জিততে পারবেন না। যদি জেডিইউ ২০ টির বেশি আসন পায়, তাহলে আমি আমার চাকরি ছেড়ে দেবো।”
আরও পড়ুন : ২০২৪ লোকসভা নির্বাচন লড়তে পারবেন না BJP -র এই সদস্যরা, ফাঁস ব্লু প্রিন্ট
প্রশান্ত কিশোরের দাবি অনুযায়ী, জেডিইউ-বিজেপি জোট ২০২৫ সালের বিধানসভা নির্বাচন অব্দিও টিকবে না। জনগণ এই মুহূর্তে নিতিশকে প্রত্যাখ্যান করেছে।কিন্তু নিতিশের মত মানুষ ক্ষমতা ছাড়া বাঁচতে পারেন না, তাই এই মুহূর্তে নিজের গদি বাচাতে তিনি যা খুশি করতে পারেন।
আরও পড়ুন : লোকসভায় মোদিকে হারাবে মমতা? কত আসন পাবে তৃণমূল? প্রকাশ্যে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই টালমাটাল অবস্থা চলছিল ইন্ডিয়া জোটের শিবিরে। অবশেষে সমস্ত অনিশ্চয়তা কাটিয়ে গত রবিবার নিতিশ কুমার নবম বার এন ডি এ জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ২০২২ সালের আগস্ট মাসে তিনি ইন্ডিয়া জোট যোগদান করেছিলেন কিন্তু ফের বিজেপিতে ফিরে গেলেন তিনি।