বাংলায় কটা আসন পাবে বিজেপি? ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর

Riya Chatterjee

Published on:

Prashant Kishor Opens Up About BJP`s Result In Loksabha Election 2024 In West Bengal

Loksabha Election 2024 : প্রশান্ত কিশোর (Prashant Kishor), বিগত কয়েক দফার লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বারবার নাম উঠে এসেছে তার। তাকে বলা হয় ভোট কৌশলী। বিজেপি (BJP) বা তৃণমূল, ভোটের আগে যে দলের হাত ধরেন প্রশান্ত কিশোর সেই দলই মসনদে বসে। এহেন প্রশান্ত কিশোর ২০২৪ সালের লোকসভা নির্বাচন সম্পর্কে কী বলছেন? আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গতে (West Bengal) কী হবে ফলাফল?

২০২৪ সালের লোকসভা নির্বাচন সম্পর্কে কিন্তু বিজেপিকে নিয়ে খুব আশাবাদী প্রশান্ত কিশোর। গোটা দেশে তো বিজেপির পদ্মফুল ফুটবেই। বাংলাতে কী হবে সেই ভবিষ্যৎবাণীও করেছেন তিনি। গোটা দেশের পাশাপাশি বাংলাতেও এই দফায় বিজেপি উল্লেখযোগ্য ফলাফল করবে বলে মনে করছেন তিনি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলাতে বিজেপির উত্থান হয়। ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল। ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলার মসনর দখল করে তৃণমূল। এর নেপথ্যে প্রশান্ত কিশোরের হাত ছিল। তৃণমূলের প্রার্থী নির্বাচন থেকে শুরু করে প্রচারের জন্য যাবতীয় অংক কষেছিলেন তিনিই।

প্রশান্ত কিশোরের গণনা কখনও মিথ্যে হয় না। ২০২১ সালে তিনি বলেছিলেন বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলাতে ১০০ টা সিট ছুঁতে পারবে না। তার গণনা সত্যি প্রমাণ করে ৭৭ এ থেমে গিয়েছিল বিজেপির জয়রথ। সেই প্রশান্ত কিশোর কিন্তু আসন্ন নির্বাচনে বিজেপিকে নিয়ে আশার আলো দেখছেন।

আরও পড়ুন : লোকসভায় কত আসন পাবে তৃণমূল? কত আসনে জিতবে বিজেপি?

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলাতে বিজেপি কটা আসন জিতবে সেই প্রসঙ্গে প্রশান্ত কিশোর সম্প্রতি বলেছেন, “বাংলায় বিজেপির উত্থান হয়েছে এ কথা অনস্বীকার্য। ২০১৯ সালে বিজেপি বাংলা থেকে যত সংখ্যক আসন পেয়েছিল এবার তার নিচে নামবে না বলে আমার মনে হয়। লোকসভায় বাংলাতে বিজেপি ভালো ফলাফল করতে পারে।”

আরও পড়ুন : আপনার এলাকার ভোট প্রার্থীর কোন কোন ক্রিমিনাল রেকর্ড আছে জেনে নিন এইভাবে

এর আগেও একটি সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বাংলাতে বিজেপির উত্থান সম্পর্কে আভাস দিয়েছিলেন। তার কারণ হিসেবে CAA এর মাধ্যমে মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্ব প্রদান, হিন্দু বিজেপি ভোট বাক্স, সন্দেশখালির মত ইস্যুর কথা তুলে ধরেছিলেন তিনি যেগুলো বিজেপির মাটি শক্ত করবে বাংলাতে। অতএব বাংলার ৪২ টি আসনের মধ্যে বিজেপি ২০১৯ সালে জেতা ১৮টির কম আসন পাবে না। এমনটাই মত প্রশান্ত কিশোরের। তার ভবিষ্যৎবাণী সত্যি হয় কিনা সেটাই এখন দেখার।