৭৫ রকম জলখাবার, ২৭৫ রকমের মেনু, দেখুন অনন্ত আম্বানির প্রি ওয়েডিং মেনু

Riya Chatterjee

Published on:

Radhika Merchant And Anant Ambani Wedding Menu Revealed

Anant Ambani Wedding : আর খুব বেশি দেরি নেই, কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হতে চলেছে অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) প্রাক বিয়ের অনুষ্ঠান (Pre Wedding)। ১ লা মার্চ থেকে ৩ রা মার্চ পর্যন্ত গুজরাটের জামনগরে মহা ধুমধাম করে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। তার দরুণ প্রস্তুতি এখন তুঙ্গে। থাকছে এলাহী আয়োজন তার সঙ্গে রাজকীয় খাবার-দাবারের মেনু! বিশেষ করে খাবারের মেনু কার্ড (Menu Card) দেখলে চমকে যাবেন।

Anant Ambani Wedding Menu

মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ছেলের বিয়ে বলে কথা। আয়োজনে কোনও খামতি রাখছে না আম্বানি পরিবার। আসল বিয়ের অনুষ্ঠান হবে আগামী ১২ ই জুলাই। তবে প্রাক বিয়ের অনুষ্ঠানের জন্য যা কিছু পরিকল্পনা রয়েছে তাই বা কম কিসে? অতিথিদের জন্য চার বেলা ভুরিভোজের আয়োজন হয়েছে। থাই, জাপানিজ, মেক্সিকান, পার্সি এবং প্যান এশিয়ান খাবার-দাবার থাকছে।

RADHIKA ANANT WEDDING

সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, বিকেলের স্নাক্স থেকে শুরু করে রাতের ডিনার, এলাহী পদে রাজকীয় ভোজনের মেনু কার্ড সম্পর্কে জানলে জিভে আসবে জল। শুধু সকালের জলখাবারের জন্যই অতিথিদের জন্য ৭৫ রকমের ডিশ রয়েছে। তাতে ২৭৫ রকমের পদ থাকবে। যেহেতু সারারাতব্যাপী অনুষ্ঠান তাই মিডনাইট মিলে থাকবে ৮৫ রকমের পদ।

অনন্ত-রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠানে ইন্দোরের স্পেশাল সারাফা ফুড কাউন্টার থাকবে। সেখানে ইন্দোরি কচুরি, পোহা জিলিপি, ভুট্টে কি কিস, খোপরা প্যাটিস, উপমার মত একাধিক পদ থাকবে। এক রান্না দ্বিতীয়বার হবে না। অর্থাৎ জল খাবারে যা রান্না হবে লাঞ্চ কিংবা ডিনারের মেনু থাকবে তার থেকে সম্পূর্ণ আলাদা। রান্নার জন্য প্রয়োজনীয় কাঁচামাল ভর্তি ৪ টি ট্রাক, ৬৫ জন রাঁধুনী যার মধ্যে ২০ জন মহিলা রাঁধুনীদের একটি দল ইন্দোর থেকে জামনগর এসে পৌঁছেছে।

আরও পড়ুন : এই ৭ দামি জিনিস রয়েছে মুকেশ আম্বানির কাছে! যা বিশ্বে আর কারও কাছে নেই

তিন দিনব্যাপী এই প্রাক বিয়ের অনুষ্ঠানে প্রত্যেকদিনের জন্য আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। প্রথম দিনের অনুষ্ঠানের নাম ‘ইভিনিং ইন এভারল্যান্ড’। এদিনের ড্রেসকোড ‘এলিগ্যান্ট ককটেল’। দ্বিতীয় দিনের অনুষ্ঠানের থিম ‘জঙ্গল ফিভার’। অন্তিম দিনে দুটো ইভেন্ট রাখা হয়েছে। প্রথমটির থিম ‘টাস্কার ট্রেইলস’ এবং ড্রেস কোড ‘ক্যাজুয়াল চিক’।

আরও পড়ুন : মুকেশ আম্বানির হবু বউমা রাধিকা মার্চেন্ট আসলে কে?

শেষ দিনের দ্বিতীয় ইভেন্টের নাম ‘হস্তাক্ষর’। এই ইভেন্টে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সেজে উঠবেন সকলে। অতিথিদের তালিকাতেও থাকছে চমক। বলিউড তারকা থেকে শুরু করে দেশ-বিদেশের নামিদামি ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। আমন্ত্রিতদের তালিকায় আছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মরগান স্ট্যানলি সিইও টেড পিক, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনির সিইও বব ইগার, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের, ইএল রথসচাইল্ডের চেয়ারম্যান লিন ফরেস্টার ডি রথসচাইল্ড।