সাগরে ফুঁসছে নিম্নচাপ! দুর্যোগে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

Riya Chatterjee

Published on:

Rain Forecast In South Bengal Weather Update On 27th January 2024

South Bengal : সকালের দিকে কুয়াশা, তারপর রোদ ঝলমলে আকাশ। আজ শনিবারের শুরুটা এইভাবেই হয়েছে দক্ষিণবঙ্গে। জানুয়ারি মাসের শেষের দিকটাতেও বেশ জাঁকিয়ে ঠান্ডা অনুভব হচ্ছে জেলায় জেলায়। তবে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে দক্ষিণবঙ্গে ফের আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফের বৃষ্টির সতর্কতা জারি হল দক্ষিণবঙ্গে। জানুন আজকে কেমন থাকবে আবহাওয়া।

আগামী ৩ দিনে বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দপ্তরে রিপোর্ট অনুসারে বঙ্গোপসাগরের উপর একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। যে কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে উপকূলবর্তী জেলাগুলোতে। আপাতত তিনদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে তিনদিন পরেই বদলে যাবে আবহাওয়া। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

কুয়াশাচ্ছন্ন আকাশ ও কোল্ড ওয়েভের সর্তকতা জারি জেলায় জেলায়

আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলা শুষ্ক থাকবে। শীতের দাপট থাকবে সোমবার পর্যন্ত। তবে মঙ্গলবার থেকে অর্থাৎ জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের শুরুতেই আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। এদিকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কোল্ড ওয়েভের সতর্কতা জারি হয়েছে। কুয়াশাচ্ছন্ন আকাশের সঙ্গে শৈত্য প্রবাহ চলবে জেলায় জেলায়।

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে?

অন্যদিকে ঝাড়খন্ড এবং তৎসংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যার কারণে জানুয়ারি মাসের ৩১ তারিখ ও ফেব্রুয়ারি মাসের ১ তারিখে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে জেলাগুলোর মধ্যে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলী, বাঁকুড়া, ২ বর্ধমান এবং পুরুলিয়াতে বৃষ্টি হবে।

আরও পড়ুন : আগামী ৪ দিন ভয়ঙ্কর পরিস্থিতি! আরও নামবে তাপমাত্রা, এই ১০ জেলায় হবে বৃষ্টি

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

এই কদিন উত্তরবঙ্গেও হু হু করে নেমেছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও ঘন কুয়াশা রয়েছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে কোল্ড ডে পরিস্থিতি চলছে এখন। ঘন কুয়াশা রয়েছে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং শিলিগুড়িতে। দার্জিলিঙে আবারও বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও আছে।

আরও পড়ুন : আরও নামবে পারদ! হাড় কাঁপাবে কনকনে শীত, জেলায় জেলায় জারি রেড এলার্ট

আর কতদিন রাজ্যে শীতের দাপট চলবে?

আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে আগামী ৫ দিন কলকাতাসহ গোটা রাজ্যে শীত বজায় থাকবে। ভোরের দিকে কুয়াশা থাকবে। ফেব্রুয়ারি মাসের শুরুতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হলে তাপমাত্রার পারদ কয়েক ডিগ্রি উপরে উঠতে পারে। আপাতত আগামী ৫ দিন রাতের তাপমাত্রারও খুব একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না।