ধেয়ে আসছে তুমুল বৃষ্টি, কিছুক্ষণের মধ্যেই তোলপাড় হবে দক্ষিণবঙ্গের এই ১৩ জেলা

South Bengal : আবহাওয়া দপ্তরের সতর্কতা বাণীকে সত্যি করেই বুধবার সকাল থেকে কালো মেঘে ঢেকেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশ। মঙ্গলবার তবুও কিছুটা রোদের তেজ ছিল। কিন্তু আজ আবার আকাশ রয়েছে মেঘলা। আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নামবে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দেওয়া হল সতর্কবার্তা।

হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে

আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আর কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। এমনিতেই শীতের দাপটে কাবু সারা বাংলা। গত সপ্তাহেও বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছিল। এই সপ্তাহের বুধ এবং বৃহস্পতিবার বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে আজ?

আজ উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলী, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রাম জেলাতেও বৃষ্টি নামবে। সঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে জেলায় জেলায়।

আরও পড়ুন : শীতে ঠকঠক করে কাঁপছে বাংলা! কবে বিদায় নেবে শীত? এল আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে আজ?

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আজকে। দার্জিলিং জেলার কয়েকটি জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। সিকিমে তুষারপাতের সম্ভাবনার কারণে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলোতেও তার প্রভাব থাকবে।

আরও পড়ুন : ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত! ভাসবে এই ১৪ জেলা, জারি হলুদ সতর্কতা

রাজ্যের তাপমাত্রা বাড়বে

তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে জানানো হয়েছে। তারপর থেকে আবার ধীরে ধীরে তাপমাত্রা কমবে। জানুয়ারি মাসের শেষের দিকে শীতের আরেকটা হালকা স্পেল অনুভব করা যাবে। এই মুহূর্তে সাগরের উপর রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাব। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।