এই নায়িকাকে ভালোবেসে আজীবন বিয়েই করলেন না রতন টাটা, রয়ে গেলেন অবিবাহিত

Avatar

Updated on:

Ratan Tata`s Ex Girlfriend Simi Garewal

Ratan Tata : তিনি ৮৬ বছর বয়সী এক বৃদ্ধ। এই বৃদ্ধকে ভালবাসেন এবং সম্মান করেন আপামর ভারতবাসী। ভারতের অন্যতম ধনী শিল্পপতি রতন টাটাকে সম্মান করেন তার শত্রুরাও। এত সম্মান এবং ভালোবাসা পাওয়া সত্ত্বেও ব্যক্তিগত জীবনে রতন টাটা অবিবাহিত। এই শিল্পপতির জীবনে প্রেম এসেছিল ঠিকই কিন্তু তা পরিণতি পায়নি। জানেন কার প্রেমে পাগল ছিলেন রতন টাটা?

রতন টাটার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ চিরকালই সকলের মধ্যে। তিনি এমন একজন মানুষ যিনি ভারতবর্ষের উন্নতির স্বার্থে প্রতিনিয়ত দান করে চলেছেন অর্থ। একটি সমীক্ষা অনুযায়ী জানা গেছে রতন টাটা যদি এই দান ধ্যান না করতেন, তাহলে তিনি আর্থিক দিক থেকে বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি হতেন। এমন সোনায় মোড়া হৃদয় যার, সেই রতন টাটার হৃদয় চুরি করেছিলেন এক রমণী।

Simi Garewal

যাকে ভালবেসেছিলেন রতন টাটা সেই রমণীর জন্ম হয়েছিল ১৯৪৪ সালের ১৭ই অক্টোবর পাঞ্জাবের লুধিয়ানার এক শিখ পরিবারে। পাঞ্জাবে জন্ম নিলেও তিনি পরবর্তীকালে পাড়ি দেন ইংল্যান্ডে। যদিও অভিনয় জগতে প্রতিষ্ঠিত হওয়ার সুবাদে তিনি পড়ে ফিরে আসেন দেশে। রাজ কাপুরের মেরা নাম জোকার, সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি, মৃণাল সেনের পদাতিক সহ আরো বেশ কিছু স্মরণীয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলা হচ্ছে এখানে।

ঠিকই ধরেছেন, কথা বলছি সিমি গারেওয়ালের। এই বলিউড অভিনেত্রীর প্রেমেই পাগল হয়েছিলেন রতন টাটা। টানা বেশ কিছু বছর একে অপরকে ডেট করেছিলেন এই জুটি। যদিও পরবর্তীকালে ব্যক্তিগত কারণে এই সম্পর্ক ভেঙে যায়। পথ আলাদা হয়ে যায় দুজনের। তবে কখনোই রতন টাটা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেননি সিমি।

Simi Garewal

একবার একটি সাক্ষাৎকারে রতন টাটা সম্পর্কে জিজ্ঞাসা করায় সিমি বলেছিলেন, “ভীষণ মজার মানুষ ও। নিপাট ভদ্রলোক। ওর মধ্যে একটা হাস্য রস রয়েছে। অর্থ কখনোই ওর চালিকা শক্তি ছিল না। আজও আমি ওকে সমানভাবে সম্মান করি। আমাদের যখন সম্পর্ক ছিল তখন ও বেশ মজার মজার কান্ড ঘটাতো। মনের দিক থেকে ও অনেকের থেকে এগিয়ে রয়েছে।”

আরও পড়ুন : নীতা আম্বানির এই হাতঘড়ির দাম কত? টাকার অংক আপনার কল্পনারও বাইরে

Simi Garewal

আরও পড়ুন : এককালে মজা করেছে সবাই, আজ মুকেশ অম্বানিকে টেক্কা দিচ্ছেন এই ভারতীয় ব্যাবসায়ী

প্রসঙ্গত, রতন টাটার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর দেশের প্রাক্তন ক্রিকেটার মনসুর আলী খান পতৌদির প্রেমে পড়েছিলেন সিমি, কিন্তু শর্মিলা ঠাকুরের জন্য সেই সম্পর্ক ভেঙে যায়। অবশেষে মাত্র ৩ মাসের আলাপে ১৯৭০ সালে রবি মোহনের সঙ্গে বিয়ে করেন সিমি। কিন্তু অন্যদিকে রতন টাটা আজও অবিবাহিত।