আজ থেকে বন্ধ রাজ্যের সব রেশন দোকান, ভোগান্তি গ্রাহকদের! কতদিন চলবে ধর্মঘট?

Avatar

Published on:

Ration Agitation Movement In India Including West Bengal In West Bengal

Ration Agitation : নতুন বছর শুরু হতে না হতেই ফের শুরু হয়ে গেল ধর্মঘট। তবে ভারত বা বাংলা বন্ধ নয়, এবার অনিদৃষ্টকালের জন্য শুরু হলো রেশন ধর্মঘট। ধর্মঘটের ডাক দিলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন (All India Fair Price Shop Dealers’ Federation)। কিন্তু কেন হঠাৎ এই ধর্মঘটের ডাক? এই ধর্মঘটের কেমন প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর?

আজ মঙ্গলবার ২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে রেশন ধর্মঘট। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন সারা দেশজুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছেন। এই ধর্মঘটের জেরে গোটা পশ্চিমবঙ্গে মোট ১৮ হাজার ও সারা দেশজুড়ে প্রায় ৫ লাখের ওপরে রেশন দোকান বন্ধ থাকবে আগামী কয়েক দিন।

এই প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, “হতাশা এবং অনটনের ফলে আজ রেশন ডিলাররা অস্তাচলে। কেন্দ্রীয় সরকার আমাদের দীর্ঘদিনের দাবিগুলি না মানার কারণে এবং সেগুলোর দায় রাজ্য সরকার গুলির ওপর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য রেশন বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”

বিশ্বম্ভর বাবু আরো জানান, “যতদিন না রেশন ডিলারদের মাসিক আয় ন্যূনতম ৫০০০০ টাকা সুনির্দিষ্ট করা হচ্ছে, এই অতিরিক্ত খরচের কোন বোঝা আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়। এই রাজ্যে পিডিএস কন্ট্রোলারের নামে রেশন দোকানদারদের ওপর যেভাবে মানসিক অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করেছি আমরা।

আরও পড়ুন : ১০০০ নয়, ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন বাংলার মানুষ! মিলবে এই দিন থেকে

রেশন ডিলারদের কথায়, ভারতে ১৪০ কোটি মানুষের মধ্যে রেশনের আওতায় রয়েছেন ৮০ কোটি ভারতবাসী। ৬০ কোটি লোক রেশন আওতার বাইরে রয়েছেন। ৮০ কোটি মানুষের হয়তো সাময়িক সমস্যা হবে এই ধর্মঘটের ফলে, কিন্তু দিনের শেষে যাতে সকলের লাভ হয় তার জন্যই এই লড়াই। যাদের অন্নসংস্থান হয় এই রেশন থেকে, তাদের জন্যই এই লড়াইয়ে নামা।

আরও পড়ুন : লাগবে না ডেবিট কার্ড! ATM থেকে টাকা তোলার নিয়মে এল বড় পরিবর্তন

প্রসঙ্গত, রেশম ধর্মঘট ডাকার পাশাপাশি রেশন ডিলাররা আগামী ১৬ই জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে একটি সমাবেশ করবেন। ওই একই দিন সংসদ ভবন অভিযানেও যাবেন তারা। প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন ডেপুটেশন। এই রেশন ধর্মঘটের ফলে আগামী কয়েক দিন যে ব্যাপক সমস্যায় পড়তে হবে নিম্নবিত্ত সাধারণ মানুষকে, তা আর বলার অপেক্ষা রাখে না।