আগস্ট মাসে পাবেন বাড়তি রেশন! কোন কার্ডে কী কী পাবেন জেনে নিন

প্রত্যেক মাসে রেশন উপভোক্তাদের খাদ্য সামগ্রী বন্টন করা হয় রেশন ব্যবস্থায় (Ration System)। সরকারের তরফ থেকে নির্দিষ্ট পরিমাণে সামগ্রী দেওয়া হয় কার্ড অনুসারে। যার কাছে যেমন কার্ড আছে তিনি তা দেখিয়ে সেই অনুপাতে খাদ্য সামগ্রী পেতে পারেন। আগস্ট মাসে নাকি কিছু বাড়তি খাদ্য সামগ্রী পাওয়া যাবে রেশনে। কারা কোন কার্ডে কত কী পাবেন? দেখে নিন।

AAY Ration Card:  যাদের কাছে এই রেশন কার্ড আছে তারা সব থেকে বেশি খাদ্য সামগ্রী পেয়ে থাকেন এই দেশে। আগস্ট মাসে তারা ২১ কেজি চাল, ১৪ কেজি গম, ১৩ কেজি ৩০০ গ্রাম আটা পাবেন বিনামূল্যে। এছাড়া এক কেজি চিনি পাবেন কম মূল্যে। চিনির দাম জানিয়ে দেওয়া হবে রেশনের দোকান থেকে।

RATION

PHH ও SPHH Ration Card : যাদের কাছে এই রেশন কার্ড আছে তারা আগস্ট মাসে মাথাপিছু ৩ কেজি চাল, ২ কেজি গম, ১ কেজি ৯০০ গ্রাম আটা পাবেন বিনামূল্যে। আটার পরিবর্তে আবার চাল নিতে পারবেন।

আরও পড়ুন : চাল-গমের সঙ্গে এই সামগ্রীও মিলবে Ration Card -এ! বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের

RATION

আরও পড়ুন : বাড়িতে বসে কীভাবে করবেন Ration Card সংশোধন? রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি

RKSY I ও RKSY II Ration Card : যাদের কাছে আর RKSY I রেশন কার্ড আছে তারা আগস্ট মাসে মাথাপিছু ৫ কেজি চাল পাবেন বিনামূল্যে। যাদের কাছে RKSY II রেশন কার্ড আছে তারা মাথাপিছু ২ কেজি চাল পাবেন বিনামূল্যে।