Ration New Rules : বদলে গেল রেশন দেওয়ার নিয়ম! বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের

Ration New Rules : ভারতের রেশন ব্যবস্থাতে (Ration System) বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার (Government Of India)। রাজ্যগুলোর দুর্নীতি কমিয়ে যাতে দুঃস্থ ও গরিব মানুষদের কাছে সঠিক পরিষেবা পৌঁছে দেওয়া যায় তার জন্য নিত্য নতুন নিয়ম জারি করে কেন্দ্র। মার্চ মাস থেকেও এরকম একটি নতুন নিয়ম জারি হতে চলেছে। আপনিও যদি রেশন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্যেও। জেনে নিন কী পরিবর্তন এল রেশন ব্যবস্থাতে।

দেশের একটি পরিবারও যাতে অভুক্ত না থাকে তার জন্য কেন্দ্র এবং রাজ্য সম্মিলিতভাবে রেশন ব্যবস্থা চালু রেখেছে দেশ জুড়ে। আলাদা আলাদা ক্যাটাগরির ক্ষেত্রে রেশন উপভোক্তারা আলাদা আলাদা পরিষেবা পেয়ে থাকেন। তবে রেশন ব্যবস্থাতে দুর্নীতির অভিযোগ নতুন নয়। বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে এমন অভিযোগ উঠেছে। রেশন ডিলার থেকে শুরু করে নেতা-মন্ত্রীদের নাম জড়িয়েছে দুর্নীতিতে।

কী পরিবর্তন এল রেশন ব্যবস্থাতে?

দুর্নীতিতেই লাগাম টানার জন্য কেন্দ্র সরকার ডিজিটাল রেশন কার্ড চালু করেছে। এতে অনেকখানি সুবিধা হলেও পুরোটা এখনও আয়ত্তে আনা যায়নি। তাই নিয়মের কড়াকড়িতে আরও একধাপ এগিয়ে নতুন ePOS ব্যবস্থা চালু করেছে কেন্দ্র। গত বছরের ডিসেম্বর মাস থেকেই দেশের প্রতিটি রাজ্যে এই ব্যবস্থা চালু হয়ে যাওয়ার কথা। তবে পশ্চিমবঙ্গসহ বেশ কিছু রাজ্যে তা হয়নি এখনও।

ePOS ব্যবস্থা আসলে কী?

এবার থেকে ePOS মেশিনে রেশন উপভোক্তাদের ফিঙ্গারপ্রিন্ট আপলোড করা থাকবে। যখনই উপভোক্তা রেশন দোকান থেকে রেশন সামগ্রী তুলবেন তখন সেই আপডেট সরাসরি পৌঁছে যাবে উপর মহলের কাছে। যার ফলে আসল উপভোক্তা রেশন পাচ্ছেন কিনা তা নিশ্চিতভাবে জানা যাবে।

আরও পড়ুন : চাল-গমের সঙ্গে এই সামগ্রীও মিলবে Ration Card -এ! বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের

এছাড়াও রেশন ডিলারের কাছে কত পরিমাণ খাদ্য সামগ্রী মজুত আছে, কত পরিমাণ খাদ্য সামগ্রী বিক্রি হল ও আর কত পরিমাণ খাদ্য সামগ্রীর প্রয়োজন সেই তথ্য রেশন ডিলারের পাশাপাশি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও পৌঁছে যাবে। এর ফলে কারচুপি অনেকাংশে কমবে বলেই আশা করা হচ্ছে।

আরও পড়ুন : বাড়িতে বসে কীভাবে করবেন Ration Card সংশোধন? রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি

ePOS ব্যবস্থা চালু না হওয়ার নেপথ্যে রাজ্যগুলোর গাফিলতিকেই দায়ী করছে কেন্দ্র। তবে আর ঢিলেমি নয়। ePOS কার্যকর না করলে ভর্তুকিই বন্ধ হয়ে যাবে। মার্চ মাস থেকেই এই ব্যবস্থা চালু হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। রেশন দুর্নীতিতে লাগাম টানতে ePOS ব্যবস্থা নিয়ে বেশ আশাবাদী কেন্দ্র সরকার।