আর তোলা যাবে না টাকা, এই ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল RBI

আর্থিক অবস্থার অবনতির কারণে জনপ্রিয় ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল RBI। ব্যাঙ্কের উপর একাধিক বিষয়ে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। বন্ধ হয়েছে টাকা তোলা। যার ফলে গ্রাহকেরা আর তাদের গচ্ছিত টাকা তুলতে পারছেন না। মহারাষ্ট্রের শিরপুর মার্চেন্ট কোঅপারেটিভ ব্যাঙ্কের উপর পদক্ষেপ নিয়েছে RBI। যার ফলে দুশ্চিন্তায় ভুগছেন ‌ব্যাঙ্কের কয়েক হাজার গ্রাহক।

বিগত দীর্ঘ সময় যাবত শিরপুর মার্চেন্ট কোঅপারেটিভ ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতি ভাল ছিল না। আর্থিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। যা দেখে শেষ পর্যন্ত ব্যাঙ্কের বিষয়ে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে RBI। নতুন নিয়ম অনুসারে এই সমবায় ব্যাঙ্ক আর নতুন কোনও ঋণ দিতে পারবে না। বন্ধ হয়েছে বিনিয়োগের রাস্তাও।

Shirpur Co-Operative Bank

ব্যাঙ্কের সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা রয়েছে সেটাও তোলা যাবে না বলে জানানো হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে অ্যাকাউন্টে জমা টাকা থেকে ঋণ পরিশোধ করা যাবে। এছাড়াও জানানো হয়েছে RBI এর অনুমতি ছাড়া এই ব্যাঙ্ক সম্পত্তি বা সম্পদ হস্তান্তর বা নিষ্পত্তি করতে পারবে না।

গ্রাহকদের টাকার কী হবে?

যারা এই ব্যাঙ্কে টাকা রেখেছেন তারা ডিপোজিট ইন্সুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানত বীমা পাবেন। ব্যাঙ্কের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলি আগামী ৬ মাসের জন্য বহাল থাকবে। যতদিন না পর্যন্ত আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে ততদিন পর্যন্ত এই বিধিনিষেধ মানতে হবে।

আরও পড়ুন : কোন ব্যাঙ্কের ATM থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায়?

যদিও আশার কথা, ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হয়নি। গত বছর RBI বেশকিছু সমবায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিয়েছিল। যারা RBI এর নিয়ম মানেনি বলে অভিযোগ উঠেছিল। আপাতত শিরপুর মার্চেন্টস কোঅপারেটিভ ব্যাঙ্কের উপর চাপানো নিষেধাজ্ঞার কারণে বেশ কিছু কাজ করতে পারবে না এই সংস্থা। এই কারণে গ্রাহকেরা আপাতত তাদের গচ্ছিত টাকা তুলতে পারবেন না।

আরও পড়ুন : ২০২৪ -এ বাজার কাঁপাবে এই ১০টি চাকরি, মিলবে মোটা স্যালারি

ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হলে গ্রাহকদের টাকার কী হবে?

যদি কখনও ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হয় তাহলে তার খুব বেশি প্রভাব পড়ে না গ্রাহকদের উপর। ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে বা লাইসেন্স বাতিল হলে আমানতের ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হয় গ্রাহকদের। এর জন্য ডিপোজিট ইন্সুরেন্স ক্রেডিট গ্যারান্টি আইন রয়েছে। গ্রাহকেরা এই আইন অনুসারে আবেদন জানালেই টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।