Bank Loan : বর্তমান সমাজে যে কোনও মানুষই কোনও না কোনও কারণে ব্যাঙ্ক লোন নিয়ে থাকেন। এই ব্যাঙ্ক লোন নেওয়ার পর প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হয় গ্রাহকদের। সঠিক সময়ে এই ঋণ পরিশোধ না করতে পারলে ব্যাঙ্কের তরফ থেকে আসে নোটিশ। কিন্তু এবার আর চিন্তা নেই। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ব্যাঙ্ক লোন পরিশোধের (New Bank Loan Payment Rules) বিষয়ে নিল একটি নতুন পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে কতটা উপকৃত হবেন গ্রাহকরা ? জানুন।
সময়মত ব্যাঙ্ক ঋণ পরিশোধ না করতে পারলে কী হয়?
আর্থিক প্রয়োজনীয়তা অথবা যে কোনও গুরুত্বপূর্ণ কাজের জন্য মানুষ ব্যাঙ্কের থেকে ঋণ নিয়ে থাকেন। তবে মানুষের জীবনে অযাচিত সমস্যা তৈরি হতেই পারে, তাই অনেকেই আছেন যারা সময় মত ঋণ পরিশোধ করতেও পারেন না। এদিকে ঋণ পরিশোধ না করতে পারার কারণে লোন ডিফল্ট হয়ে যায়, যার ফলে কমতে থাকে সংশ্লিষ্ট ব্যক্তির ক্রেডিট স্কোর।
ক্রেডিট স্কোর কমে গেলে কী সমস্যায় পড়তে হয় গ্রাহকদের?
একবার যদি ক্রেডিট স্কোর কমে যায় তাহলে পরবর্তীকালে লোন নিতে বেশ সমস্যায় পড়তে হয় ওই গ্রাহককে। ক্রেডিট স্কোর কমে গেলে ওই গ্রাহককে সহজে লোন দিতে চায় না ব্যাঙ্ক। তাই এবার গ্রাহকদের কথা মাথায় রেখেই লোন পরিশোধ নিয়ে নতুন সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
নতুন নিয়ম আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়মে বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি সময় মতো লোন পরিশোধ না করতে পারেন, তাহলে তিনি ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করে নিজের লোন রিস্ট্রাকচার করে নিতে পারবেন। এই রিস্ট্রাকচারের মাধ্যমে ওই ব্যক্তি লোন পরিশোধ করার মেয়াদ পেয়ে যাবেন আরো কিছুটা, সাথে EMI-এর পরিমাণও কমানো হবে।
আরও পড়ুন : সেভিংস অ্যাকাউন্টে ৮% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, দারুণ খবর গ্রাহকদের জন্য
নতুন নিয়মের সুবিধা
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়ম চালু হওয়ার পর যদি কোনও ব্যক্তি ঋণ শোধ করতে না পারেন তাহলে তার ক্রেডিট স্কোর কমে যাবে না এবং পুনরায় তিনি লোনের জন্য আবেদন করতে পারবেন ব্যাঙ্কে। লোন রিস্ট্রাকচারের জন্য আবেদন করতে গ্রাহকদের জমা দিতে হবে লোন এগ্রিমেন্টের কপি, লোন অ্যাপ্লাই কপি, আবেদনকারীর পরিচয় পত্র এবং আর্থিক অবস্থার প্রমাণপত্র।
আরও পড়ুন : Fixed Deposit -এ সবথেকে বেশি হারে সুদ দিচ্ছে এই ২০টি ব্যাঙ্ক, দেখুন তালিকা
আবেদনপত্র এবং নথি জমা দেওয়ার পর ব্যাঙ্কের তরফ থেকে তা গ্রহণ হয়ে গেলে ওই ব্যক্তির লোন পরিশোধের মেয়াদ বৃদ্ধি করে দেওয়া হবে এবং কমিয়ে দেওয়া হবে EMI – এর পরিমাণ। এই পুরো বিষয়টি আরো বিস্তারিতভাবে জানার জন্য যে ব্যাঙ্ক থেকে আপনি লোন নিয়েছেন সেই ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে কথা বলুন।