Paytm Paymnts Bank : বর্তমান সমাজে অনলাইনে লেনদেন করা যে কতখানি গুরুত্বপূর্ণ একটি বিষয় তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এখন হাতে নগদ অর্থ না হলেও চলে যায় কারণ এখন ফুটপাতের দোকান থেকে বড় মল, সর্বত্র অনলাইন লেনদেন করা যায় খুব সহজে। Google Pay, Phone Pe – এর পাশাপশি Paytm হল আরও একটি গুরুত্বপূর্ণ অ্যাপ, যার সাহায্যে অনলাইনে লেনদেন করা হয়। এবার এই Paytm নিয়েই বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
Paytm – এর মাধ্যমে করা যাবে না ক্রেডিট লেনদেন
আগামী ২৯ শে ফেব্রুয়ারির পর থেকে আর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না Paytm। কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্টট্যাগে কোনও রকম টাকা জমা নিতে অথবা ক্রেডিট লেনদেন করতেও পারবে না এই অ্যাপটি। তবে পেটিএম অ্যাকাউন্টে যদি টাকা জমা থাকে, তাহলে সেটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
অ্যাকাউন্টে টাকা থাকলে কী করবেন গ্রাহকেরা?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, পেটিএম অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে সেটি ব্যবহার করা যাবে। সেভিংস এবং কারেন্ট, এই দুটি অ্যাকাউন্ট – এর ক্ষেত্রেই নিয়ম কার্যকর করা হবে। বলা ভালো, যাদের পেটিএমে ইতিমধ্যেই টাকা রয়েছে তারা আগামী ২৯ শে ফেব্রুয়ারির পরেও অনলাইনে টাকা দিতে পারবেন অন্য কাউকে।
কী নির্দেশ দিয়েছে RBI?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিষেধাজ্ঞা জারি করেছে পেটিএম- এর অভিভাবক সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশন লিমিটেড, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের ওপরেও। ক্রমাগত নিয়ম লঙ্ঘন এবং তত্ত্বাবধানের অভাবেই এই কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আরও পড়ুন : ওয়ার্নিংয়ের মেয়াদ শেষ! এবার সরাসরি ৪ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিল RBI
২০২২ সাল থেকেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিবিবিএলকে নির্দেশ দিয়েছিল, কোনও নতুন গ্রাহক গ্রহণ করা যাবে না। এই নিষেধাজ্ঞা জারি করার পরেই মনে করা হয়েছিল যে পেটিএম ব্যাংকিং-এর উপর হয়তো নিষেধাজ্ঞা চাপানো যেতে পারে। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পেটিএম-এর ওপর নিষেধাজ্ঞা জারি করল RBI।
আরও পড়ুন : আর টাকা তোলা যাবে না পুরনো এই পদ্ধতিতে! গ্রাহকদের নতুন নির্দেশ দিল RBI
এই প্রসঙ্গে সংস্থার প্রধান বিজয় শেখর শর্মা কোনও রকম মন্তব্য করতে চাননি। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পদক্ষেপের ফলে পেটিএম এর ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অথবা ইউপিআই লেনদেনে কোনও রকম সমস্যা হবে না। অনলাইন লেনদেনের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি এখনো।