সারাদেশে বন্ধ হবে মোবাইল পরিষেবা! মুকেশ আম্বানির পদক্ষেপে মাথায় হাত কোটি কোটি গ্রাহকের

5G Network : 2G, 3G, 4G অতীত। এখন ভারতবর্ষে 5G নেটওয়ার্কের চল শুরু হয়েছে। এমতাবস্থায় মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভোডাফোন আইডিয়া (Vodaphone Idea) এই দুই কোম্পানি তাদের 2G এবং 3G নেটওয়ার্ক চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে সরকারের কাছে এই মর্মে আবেদন পাঠানো হয়েছে। সরকার এই আবেদন গ্রহণ করলে একসাথে কোটি কোটি গ্রাহক সমস্যায় পড়বেন।

TRAI -এর নতুন রিপোর্ট

সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তথা ট্রাই (TRAI) এর তরফ থেকে 5G নেটওয়ার্কের সুবিধার কথা জানিয়ে 5G ইকোসিস্টেমের মাধ্যমে ডিজিটাল রূপান্তর সম্পর্কিত একটি রিপোর্ট প্রকাশ করা হয়। ঠিক এরপরই জিও এবং ভোডাফোন আইডিয়া সারা দেশে 2G এবং 3G নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করার পরামর্শ দেয়। অপ্রয়োজনীয় নেটওয়ার্কের খরচ কমানো এবং দেশবাসীকে 4G এবং 5G নেটওয়ার্কে স্থানান্তর করাই এর লক্ষ্য।

Reliance Jio -এর বক্তব্য

রিলায়েন্স জিও মনে করে এখন পুরনো নেটওয়ার্ক ব্যবহারকারীদের 4G এবং 5G নেটওয়ার্কে স্থানান্তর হওয়া উচিত। প্রধানত এবার গ্রামীণ এলাকার লক্ষ লক্ষ গ্রাহককে টার্গেট করতে চলেছে টেলিকম সংস্থাগুলো। কারণ গ্রামেগঞ্জে এমন অনেক মানুষই আছেন যারা স্মার্টফোন ব্যবহার করেন না। এক্ষেত্রে তাই সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে 4G, 5G যুক্ত ফোন এবং সেই ফোনের দাম।

যদিও জিও অবশ্য দাবি করছে এই সমস্যা ক্ষণস্থায়ী। এতে দীর্ঘমেয়াদীভাবে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে দেশে। মুকেশ আম্বানির সংস্থার দাবি এর ফলে প্রত্যন্ত এলাকাগুলোতেও হাই স্পিডের ইন্টারনেট সংযোগ পৌঁছে যাবে। যা ভারতকে ডিজিটালাইজেশনের দিকে আরও এক ধাপ এগিয়ে দেবে। যদিও রিলায়েন্স জিও এই মুহূর্তে 2G পরিষেবা প্রদান করে না গ্রাহকদের।

আরও পড়ুন : প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড 5G! Jio-র এই সস্তার প্ল্যান সম্পর্কে অনেকেই জানেন না

২০১৬ সাল থেকে 4G নেটওয়ার্ক এবং 5G পরিষেবা দিচ্ছে রিলায়েন্স জিও। এই মুহূর্তে জিও দেশের এক নম্বর টেলিকম নেটওয়ার্ক সংস্থা। তাই তাদের আবেদনকে গুরুত্বসহকারে পর্যালোচনা করতে পারে ট্রাই। রিলায়েন্স জিওকে সমর্থন করেছে ভোডাফোন আইডিয়া। যদিও এয়ারটেল এখনও এই বিষয়ে তাদের মতামত জানায়নি।

আরও পড়ুন : ১৫ OTT, ১০০০ GB ডেটা সঙ্গে টিভি চ্যানেল ফ্রি! Jio Fiber দিচ্ছে দুর্দান্ত অফার

2G এবং 3G পরিষেবা বন্ধ হলে টেলিকম সংস্থাগুলোর কী লাভ হবে?

যদি 2G এবং 3G নেটওয়ার্ক বন্ধ হয় সেক্ষেত্রে গ্রাহকেরা 4G নেটওয়ার্কের আপগ্রেড হলে টেলিকম সংস্থাগুলোর বেশ লাভ হবে। এতে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার বাড়বে। ডেটা ব্যবহারের হার বাড়বে এবং উচ্চ ডেটা লিমিটযুক্ত রিচার্জ প্ল্যানের চাহিদা বাড়বে। যার ফলে বেশ কয়েক গুণে লাভবান হতে চলেছে টেলিকম অপারেটররা।