রাম মন্দিরে ঢুকতে গেলে মানতেই হবে এই ১০টি নিয়ম

Avatar

Updated on:

Rules That Have To Maintain To Enter In Ram Mandir

Ram Mandir : অযোধ্যার রামমন্দির (Ram Mandir) উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন। গোটা দেশ তাকিয়ে রয়েছে ২২ জানুয়ারির দিকে। অযোধ্যার পথঘাট, দেওয়াল সর্বত্র ছেয়ে গেছে রাম মন্দিরের পোস্টারে। শিশু থেকে বয়স্ক, সকলেই এখন শুধু রয়েছেন সেই শুভ দিনের অপেক্ষায়। তবে যে কোন ব্যক্তি দর্শন করতে পারবেন না রাম লালাকে। উদ্বোধনের দিন প্রভু শ্রী রামকে দর্শন করতে গেলে ঠিক কি কি নিয়ম পালন করতে হবে, কেমন ভাবে প্রবেশ করতে হবে মন্দিরে, কি কি সঙ্গে নেওয়া যাবে না, জানুন বিস্তারিত।

কারা প্রবেশ করতে পারবেন না রাম মন্দিরে?

ইতিমধ্যেই গোটা অযোধ্যাকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। গোটা অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেদিকে কড়া ব্যবস্থা নিয়েছেন উত্তর প্রদেশ সরকার। নিমন্ত্রিতদের তালিকা অনেক আগেই তৈরি করা হয়ে গেছে, পাঠিয়ে দেওয়া হয়েছে আমন্ত্রণ পত্র। আমন্ত্রণ ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না মন্দিরে। কিভাবে আমন্ত্রিতরা মন্দিরে প্রবেশ করবেন বাকি কি নিয়ম তাদের মানতে হবে, তা নিয়েও তৈরি হয়েছে একটি নির্দেশিকা।

রাম মন্দিরে কী কী সঙ্গে নিয়ে ঢোকা যাবে না?

উত্তরপ্রদেশ সরকারের নির্দেশিকা অনুযায়ী জানা গেছে, মন্দিরে কোনভাবেই মোবাইল, ইয়ারফোন, রিমোট চালিত চাবি, বড় ছাতা, কম্বল, ব্যাগ, ওয়ালেট অথবা মানিব্যাগ এবং পূজোর সরঞ্জাম নিয়ে প্রবেশ করা যাবে না। অতিথি তালিকায় নাম নেই এমন কোন সাধু-সন্ত প্রবেশ করতে পারবেন না মন্দিরে। সকাল ১১:০০ টার মধ্যে রাম মন্দিরে প্রবেশ করতে হবে অতিথিদের। সঙ্গে আনা যাবে না কোন পরিচালক বা সাহায্যকারীকে।

রাম মন্দিরে ঢুকতে হলে কোন পোশাক পরবেন? কোন পোশাক পরা যাবে না?

মন্দিরে প্রবেশ করতে গেলে অবশ্যই সাবেকি পোশাক পড়তে হবে অতিথিদের। পুরুষরা পরতে পারেন ধুতি, গামছা বা কুর্তা পাজামা। মহিলারা শাড়ি অথবা সালোয়ার পরতে পারেন। যদিও পোশাক নিয়ে কোন বিধি-নিষেধ জারি করা হয়নি। কিন্তু অশালীন কোন পোশাক পরে প্রবেশ করা যাবে না মন্দিরে। যারা মন্দিরে প্রবেশ করবেন তাদের জন্য থাকবে আরতির বিশেষ ব্যবস্থা।

কেমন সাজানো হয়েছে রাম মন্দির?

রাম মন্দিরের উদ্বোধনের দিন মন্দিরকে সাজানো হবে গোলাপি রঙের গোলাপ দিয়ে। প্রত্যেকটি গোলাপে থাকবে শ্রী রামের ছবি। শুধু তাই নয়, লেখা থাকবে জয় শ্রীরাম কথাটিও। রাম মন্দিরে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে অত্যাধুনিক আন্তর্জাতিক মানের বিমানবন্দর। নতুন সাজে সেজে উঠেছে রেলস্টেশন, নতুন নামকরণও করা হয়েছে স্টেশনের। শুধু মন্দির নয়, অযোধ্যার প্রত্যেকটি বাড়ি ২২শে জানুয়ারি সেজে উঠবে নিজের মতো করে। তবে আনন্দের এই উৎসবে যাতে কোনভাবে বিঘ্ন না ঘটে, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন যোগী সরকার।

আরও পড়ুন : বদলে গেল উত্তরবঙ্গের একাধিক ট্রেনের সময়সূচী! নতুন টাইমটেবিল জেনে নিন এখনই

কীভাবে পুজো দেবেন রাম মন্দিরে?

আরতি করতে চাইলে অগ্রিম বুকিং করতে হবে আপনাকে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মন্দিরের আরতির বুকিং। অনলাইন এবং অফলাইনে এই বুকিং করা যাচ্ছে। সারাদিনে মোট তিনবার আরতি হবে মন্দিরে। সকাল সাড়ে ছটায় শ্রী গঙ্গার আরতি হবে, দুপুর ১২ টায় হবে ভোগ আরতি এবং সন্ধ্যা সাতটায় হবে সন্ধ্যা আরতি। বুকিং করার সময় এই তিনটি সময়ের মধ্যে যে কোন একটি সময় বেছে নেওয়া যাবে।

আরও পড়ুন : দূর হল পুরী যাওয়ার চিন্তা! ট্রেন টিকিট না পেলেও রয়েছে এই বিকল্প ব্যবস্থা

মদ্যপান নিয়ে কী নিয়ম রাম মন্দিরের?

গোটা রাম মন্দির চত্বরকে নো লিকার জোন হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। মন্দিরের ১ বা ২ কিলোমিটার নয়, গোটা ৪৮ কোশি পরিক্রমা পথকে অ্যালকোহল ফ্রি জোন হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে। মদ পান করা অথবা বিক্রি করা দুটোই নিষিদ্ধ রাম মন্দির চত্বরে। এই চত্বরে যে কটি মদের দোকান এই মুহূর্তে রয়েছে, তা অতিসত্বর ভেঙে ফেলে দেওয়া হবে। যদিও ওই ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে সরকারের তরফ থেকে। সরকারি তরফ থেকে অন্যত্র দোকান তৈরি করে দেওয়া হবে ওই ব্যবসায়ীদের।