Train Time Changed : সারা বাংলা জুড়ে শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে। বিশেষ করে সকালের দিকে তো কুয়াশার চোটে দেখা যাচ্ছে না প্রায় কিছুই। এমন সময় ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে বেশ কিছু ট্রেনের রুট বদল, ট্রেন বাতিল এবং ট্রেন লেট সংক্রান্ত বড় খবর এল। বিশেষ করে যারা ২৪, ২৫ শে জানুয়ারি ট্রেনের টিকিট (Train Ticket) কাটার কথা ভাবছেন তাদের জন্য রইল একটি বড় খবর।
ট্রেন যাত্রীদের সতর্ক করলো রেল
সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে ট্রেনের যাত্রীদের জন্য একটা বড় আপডেট আনা হয়েছে। তাতে জানানো হয়েছে যে আগামী দুদিন বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন লেট থেকে শুরু করে বদলানো হয়েছে একাধিক ট্রেনের রুট। রেলের কাজের জন্যই প্রধানত এমন সিদ্ধান্ত হয়েছে। দেখে নিন কোন কোন ট্রেন বাতিল হল।
কাজ চলবে হাওড়া ডিভিশনে
হাওড়া ডিভিশনের উপর কাজ চলবে আগামী ২৪, ২৫ শে জানুয়ারি। হাওড়া ডিভিশনের গুরুত্বপূর্ণ দুটি রেল স্টেশন বর্ধমান-শক্তিগড় স্টেশনের মাঝামাঝি রেলের ওভারহেড ইলেকট্রিক লাইনের কাজ হবে। তাই রেলওয়ে রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে পূর্ব রেলের তরফ থেকে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হল। এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল হল।
কোন কোন ট্রেন বাতিল হল?
আগামী ২৪ এবং ২৫শে জানুয়ারি বর্ধমান থেকে ট্রেন নম্বর ৩৬৮১২ ও ৩৭৮১২ বাতিল থাকবে। অন্যদিকে হাওড়া থেকে ট্রেন নম্বর ৩৬৮১১ এবং ৩৭৮১১ বাতিল হয়েছে।
আরও পড়ুন : ট্রেন লেট হলে ফেরত পাবেন টিকিটের পুরো টাকা, জানুন কীভাবে
বদলে গেল কোন কোন ট্রেনের রুট?
ট্রেন নম্বর ১৩১৪৮ বামন হাট – শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ও ১৩১৫৪ মালদা টাউন – শিয়ালদহ গৌড় এক্সপ্রেসের রুট বদলে দেওয়া হয়েছে। এই দুটি ট্রেন নিউ ফারাক্কা আজিমগঞ্জ – কাটোয়া হয়ে নিউ ফারাক্কা, জঙ্গিপুর রোডে স্টপেজ দিয়ে ডাইভার্ট করা হবে আজিমগঞ্জ থেকে কাটোয়া।
আরও পড়ুন : ট্রেন টিকিটে কীভাবে পাবেন ৫৫% ছাড়? উপায় বলে দিলেন রেলমন্ত্রী
লেট চলবে কোন কোন ট্রেন?
ট্রেন নম্বর ১২৩০৮ যোধপুর – হাওড়া এক্সপ্রেস ৪৫ মিনিট লেট চলবে। ১২৩৪৪ হলদিবাড়ি – শিয়ালদহ দার্জিলিং মেল ১ ঘন্টা ২০ মিনিট নিয়ন্ত্রণ ক। ট্রেন নম্বর ১২৩৪৬ গুয়াহাটি – হাওড়া সরাইঘাট এক্সপ্রেস ১.২০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। ট্রেন নম্বর ১২৩৬০ পাটনা – কলকাতা গরীব রথ এক্সপ্রেস ২৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে, ট্রেন নম্বর ২২২১৪ পাটনা – শালিমার দুরন্ত এক্সপ্রেস ২৫ মিনিট নিয়ন্ত্রিত হবে।