Shreyas Iyer : টেস্টেই শেষ কেরিয়ার! চরম বিপাকে শ্রেয়াস আইআর, উদ্বিগ্ন টিম ইন্ডিয়া

Shreyas Iyer : টিম ইন্ডিয়ার (India national cricket team) অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। আন্তর্জাতিক ক্রিকেটে (Cricket) অভিষেকের পর থেকেই শর্ট বলের মুখোমুখি হতে বেশ সমস্যা হচ্ছে তার। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা শুরুর পর থেকেই এটাই তার সব থেকে বড় সমস্যা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাহলে কি হবে এই প্লেয়ারের ভবিষ্যৎ?

ব্যাটিংয়ে কী কী সমস্যা আছে শ্রেয়াস আইয়ারের?

সম্প্রতি কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট শুরুর আগে অনুশীলন করার সময় নিউল্যান্ডস স্টেডিয়ামের বাইরে থ্রো ডাউনের সম্মুখীন হন শ্রেয়াস। ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের পাশাপাশি আইয়ার প্রশিক্ষণ নিয়েছিলেন দুই বাঁহাতি পেসার নুয়ান সেনাভিরত্নে এবং রাঘবেন্দ্র আইয়ারের থেকে। সেখানেই মাত্র কয়েক মিনিটের অনুশীলনেই ঘটে যায় বিপত্তি।

অনুশীলনের সময় সঠিক সময়ে ব্যাট নামাতে না পারায় বল সোজা শ্রেয়াসের পেটে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে ব্যাট ছুড়ে ফেলে সেখানেই লুটিয়ে পড়েন শ্রেয়াস। ঠিকমতো নিশ্বাস নিতে পারছিলেন না তিনি। এরপর ফিজিও এবং সাপোর্ট স্টাফরা সেখানে ছুটে এসে আইয়ারের শারীরিক পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠলেও এই অনুশীলন থেকে স্পষ্ট হয়ে যায় আইয়ারের সমস্যাটা মানসিক এবং প্রযুক্তিগত দুই দিক থেকেই।

শ্রেয়াস আইয়ারের আন্তর্জাতিক কেরিয়ার

এখনো পর্যন্ত আইয়ার ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় খেলেছেন ৬ টি ইনিংস। এই ইনিংসগুলোতে তিনি যথাক্রমে ১৫, ১৯, ৩১, ছয় এবং ৪ রান করেছেন। শ্রেয়াসের টেস্ট গড়ের রানও নেমে গেছে ৫০ থেকে ৪০- এ। ২০২৩ সালে আইসিসি ওয়ার্ল্ড কাপে মোট ১০ টি ইনিংসে শ্রেয়াস রান করেছে ৫২৬।

২০২৪-২০২৫ সালে টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ কারা?

আরও পড়ুন : দুঃসংবাদ! রিঙ্কু সিংকে নিয়ে এল বিরাট আপডেট, মন খারাপ KKR ভক্তদের

শ্রেয়াসের মতো অসাধারণ ব্যাটসম্যান ভীষণ প্রয়োজন ভারতের ক্রিকেট জগতে। এই প্রসঙ্গে অধিনায়ক রোহিত শর্মা বলেন, “আমার কাজ আত্মবিশ্বাস দেওয়া। বিরাট কোহলি, লোকেশ রাহুল সকলেই অভিজ্ঞতা থেকে শিখেছে। সকলকেই শিখতে হবে কি করতে হবে আর কি করতে হবে না। অভিজ্ঞতা থেকে শিখতে হবে। আপনি যখন এই কন্ডিশনে ভালো পারফর্ম করেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়ে।”

আরও পড়ুন : ICC T20 World Cup: প্রকাশ্যে এল টি-২০ বিশ্বকাপের সময়সূচি, এই তারিখেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

কী হবে শ্রেয়াস আইয়ারের ভবিষ্যৎ?

বোঝাই যাচ্ছে, স্পিনারদের বিরুদ্ধে বা কম বাউন্সের পিচগুলিতে খেলতে শ্রেয়াসের কোন সমস্যা হয় না। তবে ২০২৪-২০২৫ সালের ডিসেম্বর মাসে যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত খেলতে নামবে, তখনও যদি আইয়ার নিজের কৌশল পরিবর্তন না করেন তাহলে তিনি নিজেই সমস্যায় পড়ে যাবেন। এমন চলতে থাকলে ভবিষ্যতে দল থেকেও বাদ পড়ে যেতে পারেন তিনি।