একাধিক নতুন ব্যাঙ্ক চালু করছে RBI! দেখুন ব্যাঙ্কের তালিকা

Riya Chatterjee

Published on:

AU Small Finance Bank, Ujjivan Small Finance Bank And Equitas Small Finance Bank Will Get Regular Bank License From RBI

এই মুহূর্তে সারা ভারতবর্ষজুড়ে অনেকগুলো সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক রয়েছে। তাদের উপর কড়া নজর রয়েছে RBI -এর। কোনও ব্যাঙ্কের বিরুদ্ধে অনৈতিক কোনও অভিযোগ পেলে RBI যেমন সেই ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা এমনকি লাইসেন্স কেড়ে নিতে পারে তেমনই নতুন ব্যাঙ্কের অনুমোদন দেওয়াটাও রয়েছে RBI এর হাতে। এবার যেমন একাধিক ব্যাঙ্ক RBI এর থেকে লাইসেন্স পেতে চলেছে।

সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক RBI নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পেরেছে তাদেরকে এবার রেগুলার ব্যাঙ্কের লাইসেন্স দেওয়া হবে। বেসরকারি খাতের কিছু ছোট আর্থিক ব্যাঙ্ক এর ফলে উপকৃত হবে। এক নজরে দেখে নিন কোন কোন ব্যাঙ্ক রয়েছে এই তালিকায়।

২০১৪ সালের নভেম্বর মাসে RBI তাদের একটি নির্দেশিকাতে জানিয়েছিল যে সমস্ত ছোট আর্থিক ব্যাঙ্ক নূন্যতম ১ হাজার কোটি টাকার নেট মূল্য অর্জন করতে পারবে তারা রেগুলার লাইসেন্স পাওয়ার আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদনের পূর্ববর্তী ত্রৈমাসিকের শেষেই ১ হাজার কোটি টাকার নেট মূল্য থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন : ব্যাঙ্কে কতগুলো অ্যাকাউন্ট খোলা যায়? একাধিক অ্যাকাউন্ট থাকলে কি কি সমস্যা হয়?

এছাড়াও RBI এর তরফ থেকে শর্ত হিসেবে বলা হয়েছে ব্যাঙ্কের শেয়ার একটি স্বীকৃত স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত থাকতে হবে। সেই সঙ্গে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের বিগত ২ বছরে নিট মুনাফাও থাকতে হবে। বিগত দুই অর্থ বছরে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের জিএনপিএ তিন শতাংশ এবং এনএনপিএ ১ শতাংশের কম বা সমান হতে হবে।

আরও পড়ুন : আর তোলা যাবে না টাকা, এই ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল RBI

কোন কোন ব্যাঙ্ক রেগুলার ব্যাঙ্কের লাইসেন্স পাবে?

সবদিক বিবেচনা করে এই বছর তিনটে স্মল ফাইন্যান্স ব্যাঙ্ককে রেগুলার ব্যাঙ্কের মর্যাদা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। RBI এর নির্দেশিকা অনুসারে AU Small Finance Bank, Ujjivan Small Finance Bank এবং Equitas Small Finance Bank সমস্ত শর্ত পূরণ করতে পেরেছে। তাই এই তিনটি ব্যাঙ্ককে রেগুলার ব্যাঙ্কের লাইসেন্স দেওয়া হবে।