South Bengal : আজ ৪ঠা ফেব্রুয়ারি রবিবার, সপ্তাহ্নতে ছুটির দিনটা আজ আবহাওয়ার (Weather Update) দিক থেকে মেঘ-বৃষ্টি বা বেজায় শীতের বাধার সৃষ্টি করবে না দক্ষিণবঙ্গে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলায় রোদ ঝলমলে আকাশ থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল থেকে ফের বৃষ্টির সতর্কতা রয়েছে জেলায় জেলায়। কী বলছে আবহাওয়া দপ্তর? জেনে নিন।
আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে আজ কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। রাতের দিকে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পারদ নামতে পারে। যার ফলে বাড়বে শীতের আমেজ।
উত্তরবঙ্গের জেলাগুলোতে আজ কেমন থাকবে আবহাওয়া?
আজ উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের প্রায় সব জেলাতেই আজ কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদাতে আজ কোথাও বৃষ্টি হবে না। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আগামী কয়েক দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
আগামীকাল থেকেই শুরু হবে বৃষ্টি
আগামীকাল থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৬ এবং ৭ ই ফেব্রুয়ারি দার্জিলিঙে হালকা বৃষ্টি হবে। ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত দার্জিলিংয়ে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগ আজ! বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়
সোমবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টি হবে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে।
আরও পড়ুন : বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! তুমুল বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়, রইল IMD অ্যালার্ট
শীত কি আবার ফিরবে?
আগামী দুদিন কলকাতাসহ দক্ষিণ বঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে। তারপরের তিন দিনে আবার দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে আগামী দুদিন রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। তারপরে তিন দিনে তাপমাত্রা বাড়বে।