২৪ ঘন্টার মধ্যে বদল আবহাওয়ায়! ৯ জেলায় বৃষ্টি, সঙ্গে কনকনে শীতে কাঁপবে দক্ষিণবঙ্গ

South Bengal Weather : গত বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয় বৃষ্টি। তার রেশ কেটেছিল শুক্রবারে। তবে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই বাংলার (West Bengal)। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে (South Bengal) ফের বৃষ্টির পূর্বভাস (Rain Forecast) দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার রাজ্যের ৯ জেলাতে বৃষ্টি হবে। কোথায় কোথায় বৃষ্টি হবে আজ? জেনে নিন।

আজকের দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার পর্যন্ত আকাশ মেঘলা থাকলেও শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গে রোদের দেখা মিলেছিল। তবে পশ্চিমের জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে যায়। আজ রবিবার ৯ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

এছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়াতে বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। যদিও সোমবার এবং বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। একইভাবে পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রারও কোনও পরিবর্তন হবে না।

আজকের উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের ৭ জেলার পাশাপাশি উত্তরবঙ্গেও দুই জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। দার্জিলিং এবং কালিংপংয়ের পার্বত্য এলাকাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিংয়ের উপরিভাগ এবং সিকিমে বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও আছে। উত্তরবঙ্গের জেলায় জেলায় কনকনে শীতের দাপট বেশ ভালই টের পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন : কনকনে শীত থেকে কবে মিলবে মুক্তি? বড় খবর দিল IMD

ঘন কুয়াশার দাপট জেলায় জেলায়

এরপর আবার ২৩ শে জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। ২৪ এবং ২৫ তারিখে বৃষ্টি একটু বাড়তে পারে। আপাতত এই কদিন দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে কুয়াশার দাপট থাকবে বেশি।

আরও পড়ুন : আরও ৩ ডিগ্রি কমবে তাপমাত্রা! শীতের মরণ কামড় আজ এই ৫ জেলায়, জারি কমলা সতর্কতা

আজ উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। তবে সব থেকে বেশি কুয়াশা থাকবেন মালদা এবং দিনাজপুরে। দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে কুয়াশার দাপট বেশি থাকবে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও কুয়াশার দাপট থাকবে।