South Bengal : বঙ্গোপসাগরের উপর ক্রমাগত সক্রিয় হচ্ছে একের পর এক ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে বিগত কয়েকদিনে ঘনঘন আবহাওয়ার মুডসুইং দেখেছি আমরা। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে। সারাদিন ধরেই আকাশ থাকছে মেঘলা। আজ ৩রা ফেব্রুয়ারি, শনিবার, কেমন থাকবে আবহাওয়া? দেখুন আজকের আবহাওয়ার আপডেট।
ঘূর্ণাবর্তের সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার দাপট
বর্তমানে বঙ্গোপসাগরের উপর বিপরীত ঘূর্ণাবর্ত কাজ করছে। যে কারণে আগামী চার থেকে পাঁচ দিন উত্তর-পশ্চিম ভারতে একসঙ্গে দুটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। এর ফলে দক্ষিণবঙ্গের ৭ জেলাতে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
ফের বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে আগামী সপ্তাহে উভয় ২৪ পরগনা, নদীয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টি হবে। গত কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ ছিল মেঘলা। তবে আজ অর্থাৎ শনিবার থেকে কলকাতার আবহাওয়ার উন্নতি হবে। সেই সঙ্গে শীত থাকবে অনেকটাই কম।
আরও পড়ুন : তেড়ে-ফুঁড়ে আসছে ঝড়, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি! দক্ষিণবঙ্গের ১৩ জেলায় জারি লাল সর্তকতা
কোথায় কোথায় বৃষ্টি হবে?
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে শনিবার রাজ্যের একাধিক জেলা সকলের দিকে কুয়াশাচ্ছন্ন ছিল। তবে আজ পাঁচটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টি হবে। জলপাইগুড়ি ও কালিম্পংয়ে সামান্য বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে।
আরও পড়ুন : চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগ আজ! বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়
আগামী সপ্তাহেই বিদায় নেবে শীত?
ফেব্রুয়ারি মাসের শুরুতেই তাপমাত্রার পারদ বেশ কিছুটা উপরে উঠেছে। আগামী ৫ দিন কলকাতাসহ রাজ্যে রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকবে। আবহাওয়া থাকবে শুষ্ক। উত্তরবঙ্গের রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমে যাবে। না শীত, না গরম এমনই থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া। যার ফলে অস্বস্তি বাড়বে।