South Bengal Weather : বৃষ্টি (Rain Forecast) থেমে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলোতে রোদের দেখা মিলেছে। তবে কনকনে ঠান্ডা থেকে মুক্তি নেই পশ্চিমবঙ্গবাসীর (West Bengal)। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুষ্ঠানে ঠান্ডা (Winter Forecast) থেকে এখনই রেহাই পাবেন না পশ্চিমবঙ্গের মানুষ। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আরও জাঁকিয়ে শীত পড়তে চলেছে। আর কতটা বাড়বে শীত? জেনে নিন।
আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে আগামী ২ দিন তাপমাত্রার পারদ আরও নামবে। ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস মত তাপমাত্রা নিচে নেমে যেতে পারে। এছাড়া ঘন কুয়াশার দাপট থাকবে জেলায় জেলায়। সেই সঙ্গে জানানো হয়েছে যে আপাতত এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের হাত থেকে রেহাই নেই। বেশ কিছু জেলাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
যদিও এখনই বাংলাতে কোনও ভারী দুর্যোগের আশঙ্কা নেই। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কোথাও তেমন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। এছাড়া পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা সর্বনিম্ন ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আজ সকাল থেকেই কলকাতার আকাশ কালো মেঘে ঢাকা। অন্যদিকে সিকিমে আগামী দু-তিন দিন তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য জেলাগুলোতেও এর প্রভাব থাকবে। আগামী কয়েক দিনের উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও শীত বাড়বে। তবে যারা ঠান্ডা উপভোগ করতেই চান তাদের জন্য এই সময়টা পাহাড় যাওয়ার জন্য উপযুক্ত।
আরও পড়ুন : বৃষ্টি অতীত, আজ থেকে আবার জাঁকিয়ে পড়বে ঠান্ডা? জানুন আজকের আবহাওয়া খবর
আজ দার্জিলিং এবং কালিংপংয়ে শীতলতম দিনের সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিংয়ের পারদ আজ শুন্যের নিচে নেমে যেতে পারে। এই দুই জেলাতে বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের উপর ঘন কুয়াশার জেরে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে।