ধেয়ে আসছে প্রবল ঝড়, সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! কয়েক ঘণ্টার মধ্যেই তোলপাড় হবে আবহাওয়া

ফের দক্ষিণবঙ্গ সহ সারা পশ্চিমবঙ্গের আবহাওয়ায় (Weather) আসতে চলেছে বিরাট পরিবর্তন। ভারত মহাসাগরে তৈরি একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে এসে পৌঁছেছে বঙ্গোপসাগরে। এই ঘুর্নাবর্তের ফলে আগামী কয়েক দিন বাংলার আবহাওয়ায় আসতে চলেছে আমূল পরিবর্তন। চলুন জেনে নেওয়া যাক, এই ঘূর্ণাবর্তের কতটা প্রভাব পড়তে চলেছে শীতের আমেজে।

আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী জানা গেছে, ভারত মহাসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তটি বর্তমানে অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্তের ফলে বাংলায় প্রবেশ করবে জলীয় বাষ্প আর যার ফলে আগামী কয়েক দিন বাংলার আবহাওয়ায় আসবে বিশাল পরিবর্তন। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। কিন্তু কোথায় কোথায় তাপমাত্রা বাড়বে এই ঘূর্ণাবর্তের প্রভাবে?

আবহাওয়া শুষ্ক থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলী, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং নদীয়ায়। সারাদিন তাপমাত্রা তেমন কোন হের ফের না হলেও রাতের দিকে তাপমাত্রা বাড়বে বলে মনে করা হচ্ছে তবে শনিবার ভোরের দিকে কুয়াশায় আচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারি ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। কাল কলকাতার আকাশ মোটামুটি মেঘমুক্ত থাকবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন : নবপঞ্চম রাজযোগে হবে টাকার বৃষ্টি! সোনার মত ভাগ্য চমকাবে এই ৩ রাশির

ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী তিন দিন কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাড়বে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ থেকে ১৮° সেলসিয়াসের কাছাকাছি। এই দুটি তাপমাত্রায় স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি।

আরও পড়ুন : শীতের ছুটি জমজমাটি! নামমাত্র খরচে ঘুরে আসুন দেশের সেরা এই ৫ জায়গা থেকে

দক্ষিণবঙ্গের পাশাপাশি শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়া্‌র, কালিংপং, কোচবিহা্‌র, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শনিবার দার্জিলিং-এর উত্তর অংশে কিছুটা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে বাকি পাঁচ জেলায় কোন বৃষ্টিপাত হবে না।