জেলায় জেলায় বৃষ্টি, সঙ্গে ‘কোল্ড ওয়েভে’র কামড়! আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল আপডেট

South Bengal Weather : নতুন বছরের শুরু থেকে একটু একটু করে বাড়তে শুরু করেছে শীত (Winter)। কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের আমেজ বেশ টের পাওয়া যাচ্ছে। ভোরের আকাশ কুয়াশায় ঢাকছে এখন। এদিকে আবার বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাব যদিও সরাসরি দক্ষিণবঙ্গের (South Bengal) উপর পড়বে না। কিন্তু জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন কয়েকদিন। বুধবার কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Forecast)? কী বলছে আবহাওয়া দপ্তর?

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে ৫-৯ তারিখ এর মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ৫ থেকে ৯ই জানুয়ারি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়ার এমন পরিবর্তন লক্ষ্য করা যাবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং বাদে আজ বাকি সব জেলাতে আবহাওয়া থাকবে শুষ্ক। আগামী ৫ তারিখ পর্যন্ত দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে ৫ তারিখের পর উত্তরবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।

আরও পড়ুন : ২৪ -এর নির্বাচনে মোদির বিপরীতে কে হবে বিরোধী জোটের ‘মুখ’? প্রকাশ্যে এল দেশবাসীর রায়

এদিকে আবার আইএমডির পূর্বাভাস অনুসারে আগামী কয়েক দিনে ভারতবর্ষ কোল্ড ওয়েভের দাপট টের পাবে। ৫ থেকে ১১ই জানুয়ারির মধ্যে রাতের তাপমাত্রা কমে যাবে। শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হবে মধ্য ভারতে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকবে। কোল্ড ওয়েভের দাপট কি টের পাবে বাংলা?

আরও পড়ুন : মাত্র কয়েক ঘন্টাতেই এবার পৌঁছে যাবেন পাহাড়! চালু হল উত্তরবঙ্গে পৌঁছানোর নতুন ট্রেন

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ১০ই জানুয়ারি থেকে ফের জাঁকিয়ে শীত পড়তে চলেছে বাংলাতেও। সেই সঙ্গে শুক্রবার থেকে রবিবার বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমের জেলাগুলোতে। পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার যৌথ প্রভাবে শুক্র এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা থাকবে সর্বাধিক।