চরম তাপপ্রবাহের সতর্কবার্তা জেলায় জেলায়! বৃষ্টি কবে হবে?

Riya Chatterjee

Updated on:

South Bengal Weather Update On Heat Wave

বৈশাখের শুরুতেই ভ্যাপসা গরমে জেরবার হচ্ছেন মানুষ। উত্তরবঙ্গে যদিও বা বৃষ্টির কারণে রেহাই মিলছে আপাতত, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। পয়লা বৈশাখ থেকেই কার্যত বাড়ছে গরম। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রী বাড়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। কোনও কোনও জেলাতে তাপমাত্রা আরও বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুসারে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তাপপ্রবাহ চলবে। এই কদিন তাই সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত বিনা প্রয়োজনে বাইরে যেতে মানা করছেন বিশেষজ্ঞরা। পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে আগত শুষ্ক বায়ুর কারণে দক্ষিণবঙ্গে এই তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে।

১৯ শে এপ্রিল অর্থাৎ শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। উপকূলবর্তী এলাকাগুলোতে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি থাকবে ৮০ থেকে ৯০ শতাংশ। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বাতাসের আর্দ্রতা থাকবে ৭০ থেকে ৮০ শতাংশ। দিনের বেশিরভাগ সময়ে বাতাসে আর্দ্রতা থাকবে ৪০ শতাংশের বেশি।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গরমের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বুধ এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। এই জেলাগুলোতে তাই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

আরও পড়ুন : শনির কৃপায় ভাগ্য তুঙ্গে ৩ রাশির! আগামী ৬ মাসে ফুলেফেঁপে বাড়বে ধন-সম্পদ

শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে তাপ প্রবাহের কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনার কথা নেই।

আরও পড়ুন : আগামী ২০ দিন শিয়ালদা লাইনে বন্ধ থাকবে এই ২০টি ট্রেন! দেখুন তালিকা

উত্তরবঙ্গের আবহাওয়া

গরমের কারণে দক্ষিণবঙ্গ হাসফাঁস করলেও উত্তরবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। আগামী ২১ শে এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের ৮ জেলাতে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভোট রয়েছে। ওইদিন এই ৩ টে জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।