কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস এই ৫ জেলায়

South Bengal : এপ্রিল মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গে চড়চড় করে বাড়ছে তাপমাত্রা। এদিকে উত্তরবঙ্গে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। পশ্চিমের জেলাগুলোতে হিট ওয়েভ অ্যালার্ট জারি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবার ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। গরমের শুরুতেই চোখ রাঙ্গাচ্ছে প্রকৃতি। এই সপ্তাহে কেমন থাকবে আপনার আশেপাশের এলাকার আবহাওয়া (Weather Update)? দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে কি? কী বলছে আবহাওয়া দপ্তর?

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গে আপাতত কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং তাপপ্রবাহের মত পরিস্থিতি চলবে। তাপমাত্রার পারদ চড়তে চড়তে কোথাও কোথাও ৪০ ডিগ্রী ছুঁয়ে ফেলবে। আগামী ৩ দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি করে বাড়বে। পশ্চিমের জেলাগুলোতে শনিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ থেকে ৫ ডিগ্রী বেশি থাকবে।

বুধবার দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির ছিটেফোঁটারও সম্ভাবনা নেই। বরং বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে গরমের পাশাপাশি অস্বস্তি বাড়বে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানে তাপপ্রবাহ চলবে। যে কারণে জারি হয়েছে হলুদ সতর্কতা।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে গরমের দাপট চললেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী কয়েক দিন। ৮ই এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত চলবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলার কিছু এলাকায়।

দক্ষিণবঙ্গে কবে নামবে বৃষ্টি?

শুক্রবার পর্যন্ত গরম ও তাপ প্রবাহের দাপট চলবে। তবে শনিবার থেকে আবহাওয়া বদলাতে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে শনিবার। পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে শনিবার।

আরও পড়ুন : কবে বের হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? এলো বড় আপডেট

রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন : এপ্রিল মাসে ‘এই’ দিনগুলিতে বন্ধ থাকবে স্কুল-কলেজ, দেখুন ছুটির সম্পূর্ণ তালিকা

হিট ওয়েভ থেকে বাঁচতে কী করবেন?

  • সকাল ১১ টা থেকে বিকেল ৪ টের মধ্যে বাড়ির বাইরে থাকবেন না।
  • বাড়ির বাইরে গেলে সানগ্লাস, টুপি, ছাতা সঙ্গে নিন।
  • সুতির পোশাক পরুন।
  • এসি থেকে সরাসরি রোদে বেরোবেন না।
  • কম তেল-মসলার হালকা খাবার খান।
  • বেশি করে জল খান।