হু হু করে নামবে পারদ, কম্বল ফুটো করে ঢুকবে শীত! আগামী ৩ দিন শীতে কাঁপবে বাংলা

South Bengal Weather : গত কয়েকদিন ধরে কনকনে শীত এবং রাজ্যের কোথাও কোথাও বৃষ্টি, এই ছিল আবহাওয়ার খবরে (Weather Update)। তার সঙ্গে দোসর ছিল ঘন কুয়াশা। আজ ২৫ শে জানুয়ারি বৃহস্পতিবার, আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে দক্ষিণবঙ্গে (South Bengal) কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শীতের হাত থেকে রেহাই নেই এখনই। আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া (Weather News Today)? দেখে নিন এক নজরে।

আজকের দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আজ বৃষ্টি হবে না। তবে রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই ঘন কুয়াশা থাকবে। কুয়াশার দরুণ হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আজ কলকাতায় সারাদিন আকাশ থাকবে আংশিক মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

আজকের উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আজ দার্জিলিং এবং কালিম্পং জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও আজ ঘন কুয়াশা থাকবে। তার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আগামীকাল কেমন থাকবে আবহাওয়া?

আগামীকাল শুক্রবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতে বৃষ্টির সতর্কবার্তা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ার আবহাওয়া থাকবে শুষ্ক। তবে শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের ২ জেলা দার্জিলিং এবং কালিংপংয়ে বৃষ্টি হবে।

আরও পড়ুন : ২৩, ২৪, ২৫ সাবধান! দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে তাণ্ডব, জারি IMD অ্যালার্ট

আরও বাড়বে শীত

দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কনকনে উত্তরে হাওয়া রাজ্যে ঢুকবে। তার ফলে আগামী কয়েক দিন রাজ্যের তাপমাত্রা কিছুটা কমবে। উত্তরে হাওয়ার দাপটে রাজ্যের দক্ষিণের জেলাগুলোতে আবার ঠান্ডা বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার পতন হতে পারে ২ থেকে ৪ ডিগ্রি।

আরও পড়ুন : শীতে ঠকঠক করে কাঁপছে বাংলা! কবে বিদায় নেবে শীত? এল আবহাওয়ার আপডেট

ঘন কুয়াশার সতর্কতা জেলায় জেলায়

আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গে সব জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোর রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমবে। তবে সকালের দিকে তাপমাত্রার পরিবর্তন হবে না।