২৩, ২৪, ২৫ সাবধান! দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে তাণ্ডব, জারি IMD অ্যালার্ট

South Bengal Weather : কনকনে শীতের দাপটে কাঁপছে গোটা বাংলা। তারই মধ্যে আবার দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে IMD এর তরফ থেকে আগামী কয়েকদিন ঝেঁপে বৃষ্টি নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। একদিকে ঘন কুয়াশার দাপট, তার উপর মেঘলা আকাশ। রোদের দেখা মিলছে খুব কম সময়ের জন্যই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবহাওয়া পরিবর্তনের সতর্কতা দিচ্ছে আবহাওয়া দপ্তর।

চরম শীতের সঙ্গে ঘন কুয়াশার দাপট

চরম শীতের পাশাপাশি রাজ্যজুড়ে ঘন কুয়াশার দাপট দেখা দিচ্ছে। এরই মধ্যে ফের একবার একাধিক রাজ্যের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল। গত সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কমবেশি বৃষ্টি হয়েছে। এদিকে আবার একের পর এক ঘূর্ণাবর্তের কারণে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণ উপকূলের বেশ কিছু রাজ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

উড়িষ্যার কটক, জাজপুর, জগৎ সিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক ও কিছু আভ্যন্তরীণ জেলাতে ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক থেকে পূর্ব বিদর্ভ পর্যন্ত পূর্ব বায়ুর প্রভাব, অন্যদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্ন স্তরে ঘূর্ণিঝড় বিরোধী সঞ্চালন তৈরি হয়েছে। আগামী ২৫শে জানুয়ারি পর্যন্ত তা সক্রিয় থাকবে। তাই আগামী তিন-চার দিনের মধ্যে রাজ্যের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : কনকনে শীত থেকে কবে মিলবে মুক্তি? বড় খবর দিল IMD

কবে কোন জেলায় বৃষ্টি হবে?

আগামী ২৫ শে জানুয়ারি পর্যন্ত ঘূর্ণাবর্তের কারণে বাংলা, উড়িষ্যা এবং ছত্রিশগড়ের কিছু কিছু অংশে বৃষ্টি হবে। ২৬ তারিখ থেকে অবশ্য আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ২৩ শে জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কয়েকটি অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি হবে না।

আরও পড়ুন : ধেয়ে আসছে জোড়া ঘূর্ণাবর্ত! একটু পরেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু, IMD অ্যালার্ট

বুধবারে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলী, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে। এছাড়া দার্জিলিং এবং কালিংপংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আছে।