বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ভয়ংকর ঝোড়ো হাওয়া, সরস্বতী পুজোয় ভাসবে দক্ষিণবঙ্গ

Riya Chatterjee

Published on:

South Bengal Weather Update On Rain Forecast On 13th February 2024

South Bengal : বিদায় বেলাতেও বেশ জাঁকিয়েই বাংলার উপর চেপে বসেছে শীত। সকাল আর রাতে চলছে ঠান্ডা-গরমের খেলা। তবে এরই মধ্যে আবার চোখ রাঙাচ্ছে বৃষ্টিও। সরস্বতী পুজোর আগেই দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গে। তাই উৎসবের মরশুমে আবহাওয়া নিয়ে বিশেষ সতর্কতা দিচ্ছে আবহাওয়া দপ্তর।

আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

গতকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ ছিল মেঘলা। উত্তর এবং পশ্চিমের শীতল হাওয়ার দাপট ক্রমশ কমছে। সেইসঙ্গে বাড়ছে পূবালী হাওয়ার দাপট। আগামী বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে আজ থেকে হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে।

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে আজ। তবে বৃষ্টির দাপট বাড়বে বুধ এবং বৃহস্পতিবার। মোটকথা সরস্বতী পূজাতেও বৃষ্টির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে আবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো দমকা বাতাস ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গে আজ থেকে কুয়াশার মাত্রা কমবে। আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আকাশ থাকবে পরিষ্কার। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবল দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলাতে। সেই সঙ্গে আগামী ১৬ই ফেব্রুয়ারি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! তুমুল বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়, রইল IMD অ্যালার্ট

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কবে বৃষ্টি?

আজ অর্থাৎ মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। দিনভর আজ আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে হালকা বাতাস বইবে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

আরও পড়ুন : শীত-বৃষ্টি তো তুচ্ছ! অন্য দুর্যোগের অ্যালার্ট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, রইল সতর্কতা

সরস্বতী পুজোতে কেমন থাকবে আবহাওয়া?

পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ১৪ ই ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আকাশ থাকবে মেঘলা। হালকা বৃষ্টি চলবে জেলায় জেলায়। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার থেকে আবার বদলে যাবে আবহাওয়া।