টানা ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গ কাঁপাবে বৃষ্টি! ভিজবে এই ৭ জেলা, পূর্বাভাস আবহাওয়া দপ্তরে

South Bengal : ফেব্রুয়ারি মাসের শুরুতেই কার্যত বেশ এক ধাক্কায় অনেকখানি কমে গিয়েছে শীতের দাপট। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। যদিও বৃষ্টি (Rain Forecast) এখনও পিছু ছাড়েনি দক্ষিণবঙ্গের। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে নতুন করে আবারও দুর্যোগের পূর্বাভাস দেওয়া হল। আজ কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে। সোমবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের দিকের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে আবার বিক্ষিপ্তভাবে তুষারপাতের সম্ভাবনাও আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদাতে সোমবার বৃষ্টির সম্ভাবনা আছে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশা থাকবে। আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে উত্তরবঙ্গেও।

আগামীকাল কেমন থাকবে আবহাওয়া?

আগামীকাল অর্থাৎ ৬ই ফেব্রুয়ারি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের আবহাওয়া শুষ্ক থাকবে। ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! তুমুল বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়, রইল IMD অ্যালার্ট

আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আবহাওয়া শুষ্ক থাকবে। ৭ই ফেব্রুয়ারি থেকে ১১ ই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আরও পড়ুন : ফের জাঁকিয়ে পড়বে ঠান্ডা, কাল থেকেই শুরু বৃষ্টি! রইল আবহাওয়ার আপডেট

কেমন থাকবে তাপমাত্রা?

আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, তারপরের দিন অর্থাৎ ৭ তারিখে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। এরপর আবার ৯ তারিখ এবং ১০ তারিখে তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাবে। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।