South Bengal Weather : প্রবল শীতের দাপটে রীতিমত কাঁপছে গোটা বাংলা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, জেলায় জেলায় তাপমাত্রা গত কয়েক দিনে নেমেছে হু হু করে। এরই মধ্যে আবার বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার ১৬ই জানুয়ারি থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়ে যাবে বৃষ্টি। রইল আজকের আবহাওয়ার (Weather Update) খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকাতে হালকা বৃষ্টি হবে মঙ্গলবার। বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বিশেষত বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে।
আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও নদীয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলোর মধ্যে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চললেও উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে দার্জিলিং এবং কালিংপং এর পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টিপাত চলছে। বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
আরও পড়ুন : হাওড়া-শিয়ালদহ থেকে আরও কম সময়ে পৌঁছে যাবেন উত্তরবঙ্গ! দারুণ খবর পর্যটকদের জন্য
কতদিন পর্যন্ত চলবে বৃষ্টি?
বুধ এবং বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশের। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে। আগামী ২০ শে জানুয়ারি পর্যন্ত এরকমই থাকবে রাজ্যের আবহাওয়া। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন : বদলে গেল মাধ্যমিকের এই ৫ নিয়ম, পরীক্ষার আগে কড়া পদক্ষেপ পর্ষদের
পশ্চিমী ঝঞ্ঝা এবং সাগরে নিম্নচাপের জোড়া প্রভাব
পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে হু হু করে জলীয় বাষ্প ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গে। এই দুইয়ের প্রভাবে এমন বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির পাশাপাশি উত্তরের জেলাগুলোতে এই কদিন কুয়াশার মাত্রা বৃদ্ধি পাবে। তবে আগামী বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। যার ফলে ঠান্ডার প্রকোপ কমবে, বৃহস্পতিবারের পর থেকে।