South Bengal Weather : সকালের দিকে হালকা রোদের মুখ দেখা গেলেও বেলা গড়াতেই মেঘলা আকাশে ঢাকছে দক্ষিণবঙ্গ। জানুয়ারি মাসের শুরু থেকেই বেশ জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। সঙ্গে বইছে উত্তরে শীতল হাওয়া। এই ঠান্ডার (Winter Forecast) হাত থেকে মুক্তি মিলবে কবে? আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে মিলল তার জবাব। জেনে নিন আর কতদিন শীতের দাপট সইতে হবে।
আগামী ৪ দিনের জন্য জারি হল সতর্কবার্তা
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চার দিন কলকাতা এবং তার আশেপাশের আকাশ থাকবে মেঘলা। অর্থাৎ রোদের দেখা সেভাবে মিলবে না। সেই সঙ্গে ঠান্ডাও পড়বে বেশ জাঁকিয়ে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে বই বাড়বে না। এদিকে আবার রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসেও কিন্তু চরম ঠান্ডা পড়বে কোথাও কোথাও।
কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
আগামীকাল ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হবে দেশে। এদিকে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘে ঢাকা। সেই সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টিও হচ্ছে। যদিও বৃহস্পতিবার থেকে আগামী পাঁচ দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি না হলেও তাপমাত্রা কিন্তু আরও নিচে নামবে।
কুয়াশা থাকবে জেলায় জেলায়
বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি হবে না তবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলোর তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। পশ্চিমে জেলাগুলোর তাপমাত্রা আরও নিচে নামবে। প্রজাতন্ত্র দিবসে বৃষ্টিপাত না হলেও শীতের দাপট অব্যাহত থাকবে।
আরও পড়ুন : হু হু করে নামবে পারদ, কম্বল ফুটো করে ঢুকবে শীত! আগামী ৩ দিন শীতে কাঁপবে বাংলা
বৃহস্পতিবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও কুয়াশার দাপট থাকবে। ২৬ এবং ২৭শে জানুয়ারি দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও তুষারপাত হবে। এদিকে কলকাতার পারদ আজ ১৪ ডিগ্রী সেলসিয়াসের ঘরে নেমেছে। যা স্বাভাবিকের থেকে নিচে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।