আগামী ৪ দিন ভয়ঙ্কর পরিস্থিতি! আরও নামবে তাপমাত্রা, এই ১০ জেলায় হবে বৃষ্টি

South Bengal : জানুয়ারি মাসের শেষের দিকে শীতের আমেজ বেশ ভালোই রয়েছে বাংলাতে। কনকনে ঠান্ডার (Winter Forecast) সঙ্গে ঘন কুয়াশার দাপট, গোটা জানুয়ারি মাস জুড়ে হাড় কাঁপানো শীত অনুভব হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই। তবে আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়াতে বড় রকমের পরিবর্তন ঘটবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া (Weather Update)? জেনে নিন।

দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে আজ কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ার আবহাওয়া থাকবে শুষ্ক। শীতের আমেজ থাকবে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আজ দার্জিলিঙে হালকা বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া উত্তরের অন্যান্য ৭ জেলা যেমন কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারড় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বৃষ্টির সম্ভাবনা নেই আজ। তবে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সর্বত্র। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা গড়াতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে।

আগামী চার দিনের সতর্কতা

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে আগামী ৪ দিন কলকাতা এবং তার আশেপাশের এলাকাতে আরও জাঁকিয়ে শীত অনুভূত হবে। বলতে গেলে শীতের দাপট কমার আগে ঠান্ডার আর একটা স্পেল অনুভূত হবে উত্তর থেকে দক্ষিণে। কলকাতা ও তার আশেপাশের এলাকাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

আরও পড়ুন : কনকনে শীত থেকে কবে মিলবে মুক্তি? বড় খবর দিল IMD

শীত কমবে কবে?

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে জানুয়ারি মাস শেষ হলেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। আপাতত শীতের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। ৩১ শে জানুয়ারির পর শীতের দাপট ধীরে ধীরে কমবে। তবে জানুয়ারি মাসের শেষের দিকটা রাজ্য জুড়ে শীতের স্পেল অব্যাহত থাকবে।

আরও পড়ুন : হু হু করে নামবে পারদ, কম্বল ফুটো করে ঢুকবে শীত! আগামী ৩ দিন শীতে কাঁপবে বাংলা

জানুয়ারির শেষেই আবারও বৃষ্টি জেলায় জেলায়

এদিকে আবার বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। যার প্রভাবে জানুয়ারির শেষের দিকে এবং ফেব্রুয়ারি শুরুতে আরও এক পশলা বৃষ্টি হতে পারে। ৩১ শে জানুয়ারি এবং ১ লা ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আপাতত আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে কোথাও সেভাবে বৃষ্টির সতর্কবার্তা নেই বললেই চলে।