আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া? রইল দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

Riya Chatterjee

Published on:

South Bengal Weather Update Today On 11th February Sunday

South Bengal : ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। শীতের বিদায় বেলা এসে উপস্থিত। যদিও শৈত্য প্রবাহের দাপট হাড়ে হিম ধরিয়ে দিচ্ছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমেছে। যদিও খুব শীঘ্রই আবহাওয়া ভোল পাল্টাবে। ১০ দিনের মধ্যেই ব্যাপক পরিবর্তন আসবে আবহাওয়াতে। সেই সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দেখুন আজকের আবহাওয়া (Weather Update) কেমন থাকবে।

আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গে আজ কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে উত্তর-পশ্চিমী বায়ুর দাপট চলছে। যায় প্রভাবে রাজ্যের তাপমাত্রা হু হু করে নামছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি কম।

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে শৈত্য প্রবাহ চলবে বলে জানানো হয়েছে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শৈত্য প্রবাহ চলবে।

আগামী মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া বদলানোর সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের তিন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সরস্বতী পুজোর দিন বৃষ্টি বাড়বে। সরস্বতী পূজার দিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : ১২ জেলায় তুমুল দুর্যোগ আজ! সরস্বতীপূজোয় কেমন থাকবে আবহাওয়া? রইল আপডেট

আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গের কোনও জেলাতেই আজ সেভাবে বৃষ্টির সতর্কবার্তা নেই। দার্জিলিংয়ের উচু পার্বত্য এলাকাতে আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ১৪ ই ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পূজার দিনে মালদাতে বৃষ্টি হতে পারে। যে কারণে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকবে।

আরও পড়ুন : শীত-বৃষ্টি তো তুচ্ছ! অন্য দুর্যোগের অ্যালার্ট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, রইল সতর্কতা

রাজ্যে আর কতদিন শীত থাকবে?

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তার পরের চারদিন রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকবে। উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার পরিবর্তন হবে না।