১৬ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি! সরস্বতী পূজো পেরোতেই তোলপাড় দক্ষিণবঙ্গ

Riya Chatterjee

Published on:

South Bengal Weather Update Today On 15th February 2024

South Bengal : সরস্বতী পুজোর দিনে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত হয়েছে। তবে এদিন বেলা গড়াতেই শীতের আমেজ উধাও। এখন কদিন শীতের হালকা ভাব টের পাওয়া যাবে। তবে সেই সঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে জেলায় জেলায়। আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া? দেখে নিন আজকের আবহাওয়ার খবর।

আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ার কিছু কিছু জায়গাতে আজ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। শুধু আজ নয়, আগামীকাল অর্থাৎ শুক্রবারেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। সেই সঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে।

আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ থাকবে মেঘলা। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রাজ্যের একাধিক জেলাতে তাপমাত্রা বেড়েছে। আগামী ২-৩ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গের আবহাওয়া আজ কেমন থাকবে?

বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি হতে পারে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের দাপট কমেছে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন : তেড়ে-ফুঁড়ে আসছে ঝড়, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি! দক্ষিণবঙ্গের ১৩ জেলায় জারি লাল সর্তকতা

কোথায় কোথায় বৃষ্টি হবে আজ?

আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে। শীত বিদায় নিতে চলেছে। এবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট উচ্চচাপ বলয়ের কারণেই জেলায় জেলায় বৃষ্টি হবে। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন : চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগ! বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

বঙ্গোপসাগরের উপর সৃষ্ট উচ্চচাপ বলয়ের কারণে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়েছে। বজ্রপাত এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এদিকে এই অকাল বৃষ্টির কারণে শস্যের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।