প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর দুর্যোগ তাণ্ডব চালাবে জেলায় জেলায়

Riya Chatterjee

Published on:

South Bengal Weather Update Today On 22th February

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়েই শীতের বিদায় বেলা এসে যাওয়াতে বেশ ক্ষুন্ন বাঙালি। পারদ চড়ছিল হু হু করে। তবে আচমকাই ছন্দপতন। প্রবল দুর্যোগের কবলে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ (South Bengal)। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে জেলায় জেলায়। আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া (Weather Update)? জানুন আজকের আবহাওয়ার খবর।

আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজ। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হইবে। তাই এই সমস্ত জেলার উপর হলুদ সতর্কতা জারি হয়েছে। সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের চারটি জেলাতে অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হবে।

উত্তরবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া?

আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এবং মালদাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। এই সমস্ত জেলার উপর হলুদ সর্তকতা রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের ৫ জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

এছাড়া শুক্রবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। শনিবার দার্জিলিং এবং কালিংপংয়ে হালকা বৃষ্টি হবে। রবিবার শুধু দার্জিলিং জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে তাপমাত্রা!

দুর্যোগ চললেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই সপ্তাহে তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। মাঝারি বৃষ্টির সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। ঝড়ের গতি ঘন্টায় ৫০ কিলোমিটার হতে পারে। রাতের দিকে তাপমাত্র ২০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে।