সরস্বতী পুজোর আগে বিরাট পরিবর্তন আবহাওয়াতে! কোথায় কোথায় বৃষ্টি? দেখুন আবহাওয়ার আপডেট

Riya Chatterjee

Published on:

South Bengal Weather Update Today On 7th February

South Bengal : ফেব্রুয়ারি মাসের শুরুতে ঠান্ডা বেশ অনেকটাই কমে এসেছে। যদিও পশ্চিমবঙ্গে ফের ঠান্ডা বাড়বে বলে জানাছে আবহাওয়া দপ্তর। বুধবার পশ্চিমবঙ্গের আটটি জেলাতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টির সতর্কতাও রয়েছে। আজ ৭ই ফেব্রুয়ারি বুধবার, কলকাতাসহ পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather Update) কেমন থাকবে? দেখে নিন এক নজরে।

আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আজ দক্ষিণবঙ্গের কোনও জেলাতে বৃষ্টির সতর্কতা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেও বৃষ্টি হবে না।

উত্তরবঙ্গের আবহাওয়া আজ কেমন থাকবে?

আজ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বৃষ্টির সতর্কবার্তা নেই। দার্জিলিং জেলাতে হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গেরও কোনও জেলাতে সেভাবে বৃষ্টির সতর্কবার্তা নেই। শুধু দার্জিলিং জেলাতে হালকা বৃষ্টি হবে বৃহস্পতিবারও।

আরও পড়ুন : টানা ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গ কাঁপাবে বৃষ্টি! ভিজবে এই ৭ জেলা, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

ঘন কুয়াশার সতর্কবার্তা জেলায় জেলায়

আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। তাই হলুদ সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গেরও সব জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আজ। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে সরস্বতী পুজোর আগে রাজ্যের তাপমাত্রা কিছুটা নামবে।

আরও পড়ুন : ১২ জেলায় তুমুল দুর্যোগ আজ! সরস্বতীপূজোয় কেমন থাকবে আবহাওয়া? রইল আপডেট

সরস্বতী পুজোর আগেই বদলাবে আবহাওয়া

এই বছর ১১ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই কোথাও। আগামী ১৪ ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর ঠিক আগে রাজ্যে আবার শীত পড়বে। আগামী দুদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে। পরবর্তী তিন দিনে আর রাতে তাপমাত্রার পরিবর্তন হবে না।