আরও নামবে পারদ! হাড় কাঁপাবে কনকনে শীত, জেলায় জেলায় জারি রেড এলার্ট

Riya Chatterjee

Published on:

South Bengal Weather Update Today On Heavy Winter Forecast Upto Next Few Days

South Bengal : এই বছর দেরিতে শীত পড়লেও ঠান্ডা কার্যত গত কয়েক বছরের রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের জেলাগুলোতে জাঁকিয়ে শীত পড়েছে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে কনকনে শীতের (Winter Forecast) হাত থেকে রেহাই মিলবে না এখনই। আগামী কয়েকদিন শীতের দাপটে কাবু হবে সারা বাংলা। আইএমডির তরফ থেকে জারি হল রেড অ্যালার্ট।

জারি হল লাল-হলুদ-কমলা সতর্কতা

এই মুহূর্তে উত্তর ভারতের রাজ্যগুলোতে ঘন কুয়াশার সঙ্গে প্রবল ঠান্ডা রয়েছে। দিল্লি, এনসিআর সহ গোটা উত্তর ভারতের তাপমাত্রা এখন খুবই কম। এমতাবস্থায় আইএমডির তরফ থেকে জানানো হয়েছে আপাতত দেশের ১০ টি রাজ্যে শীত কমার কোনও লক্ষণ নেই। বেশ কিছু রাজ্যে প্রবল শীতের কারণে লাল, হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।

ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের দাপট থাকবে

দিনের বেলাতেও দিল্লির তাপমাত্রা থাকছে স্বাভাবিকের থেকে নিচে। অন্যদিকে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ ঢেকে রয়েছে ঘন কুয়াশাতে। রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তরাখন্ডকেও সতর্ক করা হয়েছে কুয়াশার কারণে। আগামী কয়েক দিন এই রাজ্যগুলোতে ঘন কুয়াশার দাপট থাকবে। সেই সঙ্গে শৈত্য প্রবাহের সতর্কতাও দেওয়া হয়েছে।

কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?

এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে রয়েছে। দার্জিলিংয়ের তাপমাত্রা শূন্যর ঘরে নেমেছে এরই মধ্যে। বৃহস্পতিবার মরসুমের শীতলতম দিন হিসেবে উত্তরবঙ্গের তাপমাত্রা রেকর্ড করা হয়। এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার অবস্থানের কারণে ঠান্ডা প্রকোপ কমবে না বলে জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : হু হু করে নামবে পারদ, আসছে হাড় কাঁপানো ঠান্ডা, দেখুন আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার আপডেট

পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হবে?

এই ঠান্ডার মধ্যেই আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। যেমন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণ ঝাড়খণ্ড, উড়িষ্যার কিছু অংশ, ছত্রিশগড় এবং বিদর্ভ, তেলেঙ্গানা এবং অন্ধপ্রদেশের উত্তর উপকূলের বারোটি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : আগামী ৪ দিন ভয়ঙ্কর পরিস্থিতি! আরও নামবে তাপমাত্রা, এই ১০ জেলায় হবে বৃষ্টি

আপাতত দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। আগামী দুদিন একই রকম আবহাওয়া থাকবে। আগামী পাঁচ দিন পশ্চিমের জেলাগুলোতে রাতের তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হবে না। ৩১ শে জানুয়ারি পর্যন্ত শীতের এই আমেজ বজায় থাকবে। তবে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে ধীরে ধীরে আবার তাপমাত্রা বাড়বে।