ধেয়ে আসছে জোড়া ঘূর্ণিঝড়! টানা ৭২ ঘন্টা তাণ্ডব চলবে এই ৯ জেলায়, ভয়ঙ্কর রিপোর্ট IMD-র

Riya Chatterjee

Published on:

South Bengal Weather Update Today On Rain Forecast 31st January 2024

South Bengal : একদিকে প্রবল শীত, অন্যদিকে বৃষ্টির চোখরাঙানি। আপাতত ৭২ ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ৩১ শে জানুয়ারি বুধবার সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গে আকাশ থাকবে মেঘলা। আজ সারাদিন কোথায় কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আজকের আবহাওয়ার খবর (Weather Forecast)।

চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত

আইএমডির তরফ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে দুটি সাইক্লোনিক সার্কুলেশন সক্রিয় রয়েছে। যার মধ্যে একটি রয়েছে পশ্চিম বিহার এবং তৎসংলগ্ন এলাকার উপর। অপরটি বিস্তৃত রয়েছে অসমের উপর। ঘূর্ণাবর্তের সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাও চোখ রাঙাচ্ছে। অবশ্য এর প্রভাবে উত্তর-পশ্চিম হাওয়ার দাপট কমবে। তাই পশ্চিমবঙ্গে প্রবল শীতের হাত থেকে মিলবে মুক্তি।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে বুধবার কলকাতাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলোতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলী, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে।

অন্যদিকে আজ বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়াতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সঙ্গে বৃহস্পতিবারেও জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পশ্চিমের জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম ছাড়া অন্যান্য জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন : সাগরে ফুঁসছে নিম্নচাপ! দুর্যোগে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

আজ উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আজ দার্জিলিং এবং কালিম্পং জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিঙে আজ তুষারপাতের সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আজ বৃষ্টি হবে না। কালিম্পংয়ে আজ শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

আরও পড়ুন : আজ থেকেই আবহাওয়া বদল! ৫-৬ দিন তোলপাড় হবে দক্ষিণবঙ্গ, জারি সতর্কতা

কবে বিদায় নেবে শীত?

উত্তর-পশ্চিম হাওয়ার বদলে এই মুহূর্তে রাজ্যের উপর পূবালী হাওয়ার দাপট বাড়ছে। তার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বাড়বে। তারপরের তিনদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। শনিবার থেকে ১, ২ ডিগ্রি তাপমাত্রায় কমতে পারে। তারপরে রাজ্যে আবার আগের মত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।