তেড়ে-ফুঁড়ে আসছে ঝড়, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি! দক্ষিণবঙ্গের ১৩ জেলায় জারি লাল সর্তকতা

South Bengal : আজ বৃহস্পতিবার, ১লা ফেব্রুয়ারি। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে আজ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলবে বৃষ্টি। আবার বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও (Rain Forecast) রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও হবে শিলা বৃষ্টি। আগামী ২ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা? জানুন আজকের আবহাওয়ার খবর।

আজকের দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই সমস্ত জেলার তালিকাতে রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া। এছাড়া বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭ জেলায়।

আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আজ থেকে আগামী দুদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী ৩ তারিখে উভয় ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং কলকাতাতে হালকা বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলোর আবহাওয়া শুষ্ক থাকবে।

আজকের উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে মালদা এবং উভয় দিনাজপুর বাদে আজ বাকি সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল এবং পরশু উত্তরবঙ্গে সব জায়গাতেই বৃষ্টি হবে। সেই সঙ্গে কালিম্পংয়ের কিছু জায়গাতে আজ শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিঙে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন : ২৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! ভয়ংকর তাণ্ডব চলবে জেলায় জেলায়, জারি হল রেড এলার্ট

ঘন কুয়াশার সতর্কবার্তা কোথায় কোথায়?

বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সেই সঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কুয়াশার দাপট অব্যাহত থাকবে।

আরও পড়ুন : ধেয়ে আসছে জোড়া ঘূর্ণিঝড়! টানা ৭২ ঘন্টা তাণ্ডব চলবে এই ৯ জেলায়, ভয়ঙ্কর রিপোর্ট IMD-র

কবে কমবে শীত?

আবহাওয়া দপ্তরে রিপোর্ট অনুসারে ফেব্রুয়ারি মাসের শুরুতে পশ্চিমবঙ্গে ঠান্ডা বাড়ার কোনও পূর্বাভাস নেই। তাপমাত্রা এখন যেরকম স্তরে রয়েছে সেরকম স্তরেই থাকবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রাতের তাপমাত্রার পরিবর্তন হবে না। আগামী দুদিন তাপমাত্রা কম থাকবে। রাতের দিকে তাপমাত্রা বাড়তে পারে। তবে শীত এখনই বিদায় নিচ্ছে না বলে জানাচ্ছে হাওয়া অফিস।