South Bengal : ফেব্রুয়ারি মাসের শুরুতেই তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। জানুয়ারি মাসের তুলনায় এক ধাক্কায় বেশ অনেকটাই কমে গিয়েছে শীতের দাপট। এখন শীতের বদলে বৃষ্টির স্পেল চলছে জেলায় জেলায়। সোমবার থেকে মেঘলা আকাশ ছেয়ে রয়েছে দক্ষিণবঙ্গের উপর। বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারেও। দেখুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া (Weather News)।
আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আজ পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বেশ খানিকটা বাড়তে পারে। বুধ এবং বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কুয়াশার দাপট থাকবে জেলায় জেলায়।
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। সেই কারণে আকাশ থাকছে মেঘলা। আগামী ১১ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। আগামী দুই থেকে তিন দিন কলকাতা ও তার আশেপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গে আজ দার্জিলিং এবং কালিম্পং জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন : ফের জাঁকিয়ে পড়বে ঠান্ডা, কাল থেকেই শুরু বৃষ্টি! রইল আবহাওয়ার আপডেট
কুয়াশার দাপট থাকবে জেলায় জেলায়
মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশা থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলী, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে।
আরও পড়ুন : টানা ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গ কাঁপাবে বৃষ্টি! ভিজবে এই ৭ জেলা, পূর্বাভাস আবহাওয়া দপ্তরে
সরস্বতী পূজায় কেমন থাকবে আবহাওয়া?
আগামী ১৪ ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। এই দিন পশ্চিমের জেলাগুলোতে হালকা শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতায় না শীত না গরমের মত পরিস্থিতি থাকবে। সরস্বতী পূজায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তা এখনো জানা যায়নি। ঐদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকে তার উপর সম্পূর্ণ নজর রাখছে আবহাওয়া দপ্তর।